ফেসবুক পেজের রিচ কমে যাবার কারন ও যেভাবে ঠিক করবেন রিচ

1. অ্যালগোরিদমের মেজর আপডেট
এখন Facebook অনেকটাই “ফ্রেন্ড ও ফলোয়ারের যোগাযোগ” থেকে “ইন্টারেস্ট-ভিত্তিক রিকমেন্ডেশন” এর দিকে সরিয়ে দিচ্ছে।
এর মানে: পেজে যত Followers থাকুক, সেটা আর পুরোপুরি রিচ দেয় না — বরং যে কন্টেন্ট বেশি গুণগতভাবে ভালো, বেশি আলোচনা হয়, সেটা বেশি দেখাবে।
2. “স্প্যাম/ম্যানিপুলেশনের” বিরুদ্ধে কঠোর পদক্ষেপ-
যেমন: একাধিক অ্যাকাউন্ট থেকে একই পোস্ট বা একই ভিডিও শেয়ার, কমেন্ট/লাইক ফার্ম করা, রেসিপ্রোক্যাল গ্রুপ গঠন করা — এগুলো এখন Facebook বিশেষভাবে টার্গেট করছে।
ফলে, যদি আপনি আগের মতো এমন ট্রিক চেষ্টা করেন — রিচ অনেক কমে যাবে।
3. কনটেন্ট ইনভেন্টরি ও প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে-
আজকাল প্রতিদিন প্রচুর পোস্ট হয়, রিলস হয়, ভিডিও হয়। একটা পেজ- পোস্টের জন্য যে জায়গা ছিল — সেটা অনেকটা ছোট হয়ে গেছে।
অর্থাৎ: শুধু পোস্ট করা হলেই হবে না — পোস্টকে বিসার্চ বেইজ, আকর্ষনীয় ও আলোচনাযোগ্য করতে হবে।
4. কানেকশন বা রিলেশনশিপ ইন্টারঅ্যাকশন বাড়ানো না হলে রিচ কম হয়-
পেজ এখন শুধু পোস্টিং মেশিন নয় — আপনার পেজ-ফলোয়ারদের সাথে বিশ্বাসযোগ্য যোগাযোগ প্রয়োজন।
কমেন্টে উত্তর দেওয়া, শেয়ারে রিপ্লাই দেওয়া, লাইভে কথোপকথন আনা — এসব এখন বেশি গুরুত্ব পাচ্ছে।
যারা পেজ নিয়ে এসব সিস্টেম্যাটিকভাবে করছে না, তারা রিচ হারাচ্ছে।
5. ভিডিও-শর্ট ফরম্যাট ও নেটিভ ফিচারগুলো গুরুত্ব পাচ্ছে-
রেফারেন্স বলছে, পোস্ট-লিংক শেয়ার করা হলে বা অন্য সাইটে পাঠিয়ে দেওয়া হলে কম রিচ পাচ্ছে।
বরং, Facebook-এর নিজস্ব ভিডিও, রিলস, সোশ্যাল এঙ্গেজমেন্ট টাইপ কনটেন্ট বেশি দেখা দিচ্ছে।
মানে: আপনার “লাইভ ভিডিও” হলেও যদি আগেও কাজ করেছে, এখন হয়ত ঠিক আগের মতো কাজ নাও করতে পারে — সেটাকে আপগ্রেড করতে হবে, বেশি মনোযোগ সহকারে করতেই হবে।
✅ কি করলে এখন আপনি রিচ বাড়াতে পারেন?
– নিয়মিত পোস্ট করুন। কিন্তু শুধু নিয়মিত নয় — মানের সঙ্গে নিয়মিত।
– পোস্ট কন্টেন্ট ভাবুন: মানুষ কি দেখবে, কি শেয়ার করবে, কি কমেন্ট করবে? Engagement বাড়াতে এমন প্রশ্ন দিন।
– কমেন্টে চুপ করে বসে থাকবেন না।
– পোস্টে লিংক এড করবেন না।
– ভিডিও দিয়ে চেষ্টা করুন — কিন্তু শুধু লম্বা ভিডিও নয়, শুরুর ৩–৫ সেকেন্ডে আগ্রহ ধরে রাখুন।
– স্প্যাম, ম্যানিপুলেশন, “কমেন্ট লাইক বিনিময়ে” গ্রুপে লিংক শেয়ার — এসব থেকে বিরত থাকুন না হলে রিচ খারাপ হতে পারে।
– আপনার অডিয়েন্স-লোকেশন, সময়, ও পোস্ট টাইপ দেখে অপটিমাইজ করুন — পরিসংখ্যান দেখুন, ব্যাকআপ কনটেন্ট প্ল্যান করুন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *