ফেসবুক পেজের রিচ ডাউন হনার পিছনে এডমিনদের যে সকল ভুলগুলি রয়েছে-

নিজের আইডিতে শেয়ার করা কন্টেন্ট।

আপনি সমাজের কোন প্রতিষ্ঠিত ব্যাক্তিকে নিয়ে ট্রল করে পোস্ট করেন।যেমন- জায়েদ খান,হিরো আলম,পরীমনি (আপনার কাছে তারা ট্রলের হলেও,ফেবসুকের ইনকাম জেনারেট করেন তারা)।

লাইক দিন,লাইক নিন এমন পোস্ট করা।

গ্রুপ খুলে সেখানে নিদৃষ্ট কিছু ব্যাক্তি,লাইক কমেন্টের ব্যবসা করা আর নিজেকে ডিজিটাল মার্কেটার ভাবা।

আপনার সকল পোস্টে,প্রাইজ কত,ওয়াও, নাইস এই টাইপ ফেইক কমেন্ট আসছে আর সেটা ফেসবুক ধরতে পারবেনা বলে মনে করলেন?

নিজের করা পোস্টে নিজেই লাইক করা বা রিয়াক্ট দেয়া।

বারবার নিজের পোস্টের লিংক শেয়ার করা।

কপি করা কন্টেন্ট লেখা / গুগল কপি কন্টেন্ট।

মুখে স্টিকার দেয়া,গলা কা*টা ইমেজ, ইত্যাদি দিয়ে পোস্ট করা।

স্ক্রিনশট শেয়ার করা।

একই ইমেজ অনেক পেজে ব্যাবহার করা (রিসেলিং ইমেজ)।

দেশের বিপক্ষ্যে কথা বলা ও সমাজের উচ্চস্থানীয় (ফেসবুকের চোখে) ব্যাক্তিদের হেয় করে কথা বলা।

বডি শেমিং করা ও কাউকে অপমান করা।