অনেকেই জানাচ্ছেন যে, তাদের ফেসবুক পেজের লাইক ও ফলোয়ার কমে যাচ্ছে।আবার অনেকেই জানাচ্ছেন যে, পেজের রিভিউ নাই হয়ে গেছে।
কেন এমন হচ্ছে?
ফেসবুক যে একেবারেই অথেনটিক একটা বিজনেস বেইজ প্ল্যাটফর্ম হচ্ছে, সেটি নিয়ে আমি তিন বছর ধরে লিখছি।অনেক আইডিই এখন ভেরিফিকেশনের অভাবে ডিসাবল হয়ে যাচ্ছে।
যেসকল কারনে আইডি ডিসাবল হতে পারে-
-
একই মোবাইল নাম্বার দিয়ে একাধিক আইডি ওপেন করলে।
-
একই নামে দুইটা আইডি ওপেন করেছেন কিন্তু দুইটাই আপনার জাতীয় পরিচয় পত্রের সাথে ম্যাচ করে,তাহলে ডিসাবল হতে পারে।
-
আপনার আইডির তথ্য ও আপনার জাতীয় পরিচয় পত্র কিংবা পাসপোর্টের তথ্যের মেলবন্ধন না থাকলে।
-
ফেসবুক আইডিতে নিজের ছবি না থাকলে। (অন্তত পাসপোর্টের কিংবা এন আইডির ছবিটা এড করে রাখতে পারেন)