ফেসবুক পেজে কখন পোস্ট করলে ভালো রিচ আসবে এবং কিভাবে পোস্ট করব??
আপনার ফেসবুক পেজ এর ধরন এবং ইউজারদের ইন্টারেস্ট Facebook Insight দেখেও উপযুক্ত সময় ঠিক করা যেতে পারে।
পোস্ট এর কন্টেন্ট ৫০-৩০০ ক্যারেক্টার এর মধ্যে হলে পোস্ট টি সবচেয়ে বেশী মানুষের কাছে পৌছে এবং সবচেয়ে বেশী সাড়া পায়।
কন্টেন্ট ইমেজ খুব গুরুত্বপূর্ন, তাই যে কন্টেন্ট সম্পর্কে লিখছেন সেই অনুযায়ী কন্টেন্ট বানিয়ে নিবেন আগেই, পন্য অনুযায়ী কন্টেন্ট ইমেজ বানিয়ে পোষ্ট করলে খুব ইসাড়া পাওয়া যায়। কন্টেন্ট ইমেজ কেমন হওয়া উচিত সেই সম্পর্কে আমি লিখবো ইনশাআল্লাহ।
পোস্ট এ কোন হ্যাশ ট্যাগ বা গুরুত্বপূর্ন অথবা সম্পর্কিত কোন ব্যক্তিকে ট্যাগ করলে ভালো হয়।
সবসময় বিশেষ দিনগুলো উপলক্ষে পোস্ট করা উচিত।যেমন ১৬ই ডিসেম্বর, ২৬ শে মার্চ, ২১ শে ফেব্রুয়ারী, পহেলা বৈশাখ, ১লা মে, ৮ ই মার্চ, ১৯ এ নভেম্বর ইত্যাদি।