ফেসবুক পেজ চালাতে হয় যেভাবে- (পর্ব ০৩)

গত দুই পর্বের পরে আজ আমি লিখতে চলেছি আরো দুইটি ভাইটাল টপিক যা আপনাদের সকলের জন্যই খুব দরকারী।
পোস্ট করার নিয়ম
আমি আমার আগের একটা সিরিজে দেখিয়েছি কিভাবে অপটিমাইজ করে পোস্ট করবেন। আপনার পোস্টের ডেসক্রিপশন লেখার সময় অবশ্যই এমন সব ওয়ার্ড ব্যবহার করবেন, যেগুলো মানুষ সচরাচর সার্চ করে থাকে।এজন্য আমার SEO Based কন্টেন্ট গুলিও পড়তে পারেন।
ভিডিও পোস্ট করার সময় অডিয়েন্স টার্গেট করে দিতে হবে। আর আপনার পোস্টের প্রতিটি ছবিই ভালোভাবে অপটিমাইজ করে দিতে হবে। তারপর ডেসক্রিপশনে হ্যাশ ট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ নিয়েও আমার কন্টেন্ট লেখা আছে যা আপনি সার্চ করলেই পাবেন।
ফেসবুক পেইজের রোল সমুহ
আপনার পেইজে কাউকে এক্সেস দিতে হলে আপনকে পেজ সেটিংস থেকে পেজ রোলস অপশনে যেতে হবে। এখানে বেশ কিছু অপশন পাবেন। আপনি কাউকে এডমিন এক্সেস দিলে সে আপনার পেজে সবকিছু করতে পারবে। এমনকি আপনাকে এডমিন থেকে কিক আউট করে দিতে পারবে।তবে যিনি পেজ ক্রিয়েট করেছেন তাকে চাইলেই রিমুভ করা যাবেনা, যতক্ষন উনি নিজে লিভ না করবেন কিংবা আপনি রিমুভ করলে উনি এগ্রিমেন্ট নোটিফিকেশন একসেপ্ট না করবেন।
পেজে ইডিটর বা মোডারেটর এক্সেস দিলে সে আপনার পেজে অনেক কাজই করতে পারবে না। তাই আপনি যখন কাউকে আপনার পেজে কাজ করতে দিবেন তখন এডমিন এক্সেস দিতে হতে পারে। আবার আপনি যদি কারো পেজে কাজ করতে যান তাহলে আপনি সরাসরি তার কাছে এডমিন এক্সেস চাইলে সে আপনাকে দিয়ে কাজ করাবে না।এইটাও একটা ফ্যাক্ট।
এই সমস্যার সমাধান পেতে ফেসবুক বিজনেস একাউন্ট ক্রিয়েট করতে হবে। একবার যদি আপনার পেজটি বিজনেস একাউন্টের আন্ডারে নিয়ে যান, তাহলে আপনার আর কোন টেনশন করার দরকার নেই। আপনি যাকে খুশি এডমিন এক্সেস দিতে পারবেন। আপনার পেজ আর হ্যাক হবার সম্ভাবনা থাকবে না।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *