আমরা অনেকেই চিন্তায় পড়ে যাচ্ছি এবং প্রতিনিয়ত কিছু কমন প্রশ্ন পাচ্ছি ইনবক্সে সেগুলি নিইয়েই আজ শুরু করলাম।
প্রশ্ন-১ঃ নতুন শুরু করবো কীভাবে?
উত্তর- শুরু করতে তো কিছুই লাগে না, লাগে হলো
প্রবল ইচ্ছাশক্তি
অদম্য মানসিকতা
চারিপাশের প্রতিকুলতা জয়ের নেশা
হার না মানা ধৈর্য্য
প্রশ্ন-২ঃ আমার তো উপরের গুলি সব ই আছে তাহলে এবার আমার কি করনীয়?
উত্তরঃ
কি নিয়ে ব্যাবসা করবেন সেতা ঠিক করুন।
যে পন্য নিয়ে শুরু করতে চাইছেন তার এবং বাজার চাহিদা হিসাব করুন
ওই পন্য বা ব্যাবসার পিজিটিভ ও নেগেটিভ বের করুন
পন্যের সোর্চিং কিভাবে হএব যাচাই করুন
মার্কেটিং স্ট্র্যাটেজি সেট করুন
যারা ইতিমধ্যে ব্যাবসা করছে তাদের খোজ খবর নিন
সর্বোপরি লেখাপড়া করে ডকুমেন্ট বানিয়ে নিন
প্রশ্ন-৩ঃ এগুলি সব করেছি এবার কি করবো?
উত্তরঃ এবার কাজ হলো নাম নির্বাচন করবেন।
কিভাবে নাম নির্বাচন করবেন সেটা নিয়ে আমার পোষ্ট আছে পড়ে নিবেন।
নাম নির্বাচনের জন্য যা যা করতে পারেন-
নাম ৬/৭ অক্ষরের মধ্যে হলে খুব ভালো হয়, সর্বোচ্চ ১০/১৩ ক্যারেকটার
যেমন- Easysodai, ICT CARE
যে নাম টি পছন্দ সেটার ডোমেইন সার্চ করুন, ওই নামে ডোমেইন না পেলে সেটি বাদ, আবার খুঁজুন।
প্রশ্ন-৪ঃ নাম নির্বাচন শেষ এবার কি করবো?
উত্তরঃ
যে নাম নির্বাচন করেছেন তার ডোমেইন কিনুন।
নয়তো কি হবে? এক কথায় ব্যাবসার নামের বৈধতা পাবেন না।
আরো বিস্তারিত জানতে আমার ডোমেইন নিয়ে করা পোষ্ট পড়ুন।