ফেসবুক পেজ দিয়ে ব্যাবসা করবো যেভাবে- পর্ব ০২

প্রশ্ন৫ঃ ডোমেইন কেনা শেষ, এবার কি করবো?
উত্তরঃ এবার দোকান কে ডেকোরেশন করুন।
সেটা আবার কি?
📌 লগো তৈরি করুন
📌 আপনার পেইজের প্রোফাইল ইমেজ বানান
📌 এবার ব্যাবসা কে প্রেজেন্ট করে এমন কভার ইমেজ বানান।
📌 কন্টেন্ট ইমেজ তৈরি করুন
📌 প্রোডাক্টে দেবার জন্য স্টিকার বানিয়ে ফেলুন, যা ভার্চুয়ালি এবং বাস্তবে ও ব্যাবহার করতে পারবেন।
প্রশ্ন-৬ঃ এই গুলি করছি এবার কি করবো?
উত্তরঃ দোকান তো সাজালেন, এবার দোকানের নিয়ম কানুন তৈরি করুন।
✅ পেইজের একটি সুন্দর পিন পোষ্ট দিন
✅ পেইজের About Section টা সাজিয়ে নিন
✅ পেইজের Message Section টা সাজিয়ে নিন
✅ পেইজের Review Section টা ঠিক করুন
✅ পেইজের ডেলিভারি চার্জ, অর্ডার পলিসি, প্রোডাক্ট রিটার্ন পলিসি সেট করুন।
✅ Page Location টি সংযুক্ত করুন
✅ Page Open/Close Range টি ঠিক করে দিন
প্রশ্ন-৭ঃ বাব বাহ আমার পেইজ সাজানো হয়ে গেছে এখন কি উপায়?
উত্তরঃ অনেক তো পরিশ্রম করেছেন এবার একটু বেচা কেনা করবেন তো?
📌 প্রথম ১৫ দিন, দিনে তিনটা করে পোষ্ট করবেন।
📌 সব পোষ্ট যেন সেল পোষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন
প্রশ্ন-৮ঃ বাব বাহ, এত খাটালেন কিন্তু বুষ্ট প্রমোট করবো?
উত্তরঃ করবেন কিন্তু নিয়ম আছে।
এটার বিস্তারিত আগামীকাল লিখবো আজ শুধু জেনে নিন।
📌 পেইজে যদি লাইক বাড়াতে চান তাহলে পেইজ প্রমোট করবেন।
📌 আর যদি সেল বাড়াতে চান তাহলে পোষ্ট বুষ্ট করবেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *