প্রশ্ন৫ঃ ডোমেইন কেনা শেষ, এবার কি করবো?
উত্তরঃ এবার দোকান কে ডেকোরেশন করুন।
সেটা আবার কি?
লগো তৈরি করুন
আপনার পেইজের প্রোফাইল ইমেজ বানান
এবার ব্যাবসা কে প্রেজেন্ট করে এমন কভার ইমেজ বানান।
কন্টেন্ট ইমেজ তৈরি করুন
প্রোডাক্টে দেবার জন্য স্টিকার বানিয়ে ফেলুন, যা ভার্চুয়ালি এবং বাস্তবে ও ব্যাবহার করতে পারবেন।
প্রশ্ন-৬ঃ এই গুলি করছি এবার কি করবো?
উত্তরঃ দোকান তো সাজালেন, এবার দোকানের নিয়ম কানুন তৈরি করুন।
পেইজের একটি সুন্দর পিন পোষ্ট দিন
পেইজের About Section টা সাজিয়ে নিন
পেইজের Message Section টা সাজিয়ে নিন
পেইজের Review Section টা ঠিক করুন
পেইজের ডেলিভারি চার্জ, অর্ডার পলিসি, প্রোডাক্ট রিটার্ন পলিসি সেট করুন।
Page Location টি সংযুক্ত করুন
Page Open/Close Range টি ঠিক করে দিন
প্রশ্ন-৭ঃ বাব বাহ আমার পেইজ সাজানো হয়ে গেছে এখন কি উপায়?
উত্তরঃ অনেক তো পরিশ্রম করেছেন এবার একটু বেচা কেনা করবেন তো?
প্রথম ১৫ দিন, দিনে তিনটা করে পোষ্ট করবেন।
সব পোষ্ট যেন সেল পোষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন
প্রশ্ন-৮ঃ বাব বাহ, এত খাটালেন কিন্তু বুষ্ট প্রমোট করবো?
উত্তরঃ করবেন কিন্তু নিয়ম আছে।
এটার বিস্তারিত আগামীকাল লিখবো আজ শুধু জেনে নিন।
পেইজে যদি লাইক বাড়াতে চান তাহলে পেইজ প্রমোট করবেন।
আর যদি সেল বাড়াতে চান তাহলে পোষ্ট বুষ্ট করবেন।