ফেসবুক পেজ প্রোমোট ও বূষ্ট নিয়ে আমাদের ভুল ধারনা

আমি আমার পূর্বে লেখা একটি কন্টেন্টে ফেসবুক পেজের প্রোমট ও বূষ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি,তারপরও অনেকের মনেই প্রশ্ন রয়েছে কিছু আজকের আলোচনা এই প্রশ্ন গুলিকে নিয়েই?
আমার পেজটি নতুন আমি কি প্রোমোট করাবো নাকি বূষ্ট করাবো?
প্রথমত ফেসবুকের মাধ্যমে যারা বিজনেস করছেন অর্থাৎ এফ-কমার্স ব্যাবসায়ী তাদের আগে জানা দরকার প্রোমোট কি আর বুষ্ট কি?
ফেসবুক পেজ প্রোমোট– এটা পেজে লাইক নেবার জন্য করতে হয়।
এটি দুই প্রকার- এটার সম্পর্কে বিস্তারিত আমার আগের পোষ্টে আছে,এছাড়া আমার ইউটিউব চ্যানেল ICT CARE এ আছে ভিডিও।
ফেসবুক পোষ্ট বুষ্ট- এটা কোন একটি নিদৃষ্ট কন্টেন্ট কে সকলের সামনে নিয়ে যাবার জন্য করা হয়।
এটাও দুইভাবে করা যায়।
১। এঙ্গগেজমেন্ট– পোষ্ট এংগেজমেন্ট বাড়াতে,যেখানে সকলে দেখে লাইক ও কমেন্ট করতে পারবে।
২। সেল ম্যাসেজ জেনারেট– এখানে সকলেই আপনার ঐ বূষ্টকৃত কন্টেন্ট ও ইমেজ দেখে ইনবক্সে আপনাকে নক করবে।
পেজ প্রোমোট করলে কি লাইক আসবে?
হ্যাঁ, লাইক আসবেই এটা বাধ্যতামুলক কিন্তু আপনি কিভাবে প্রোমোট করছেন তার উপরে ডিপেন্ড করে লাইক আসবে।
লাইক কি শুধু মেয়েদের হবে? নাকি ছেলেদের? নাকি সবার?
পেজে লাইক আপনি যেভাবে চাইবেন সেভাবেই করা যায়- শুধু মেল, শুধু ফিমেল কিংবা মেল-ফিমেল সব একসাথে লাইক ও নেয়া যায়।
এক্ষেত্রে আপনি লিমিটেশন যত দিবেন, তত কম লাইক আসবে।
ধরুন, খুব ভালো ডেকোরেটেড পেজে মেল-ফিমেল সব মিলিয়ে ১০ ডলারে ১০০০-১২০০ টার্গেট লাইক এলো।
ঐ একই পেজে শুধু মেল বা শুধু ফিমেল লাইক নিলে সেখানে ৫০০-৭০০ লাইক আসবে।বেশি আসলে কপাল ভালো। কারন আপনি নিজেই বুঝবেন-যেখানে উভয় জেন্ডার লাইক চান সেখানে উভয় জেন্ডারের কাছেই পেজটি পৌছায়।আর যেখানে একটা জেন্ডারের লাইক চান সেখানে একটা জেন্ডারের কাছে পেজটি পৌছায়।
বুষ্ট করলে আমার সেল আসবে তো?
পৃথিবীর কেউ আপনাকে সেল গ্যারান্টি দিতে পারবে না, শুধুমাত্র আপনাকে ম্যাসেজ গ্যারান্টি দিতে পারবে।তাও ব্যাপার হলো- আপনার কন্টেন্ট, প্রোডাক্ট কোয়ালিটি, ফটোগ্রাফি এগুলি বিবেচনায় রেখে।
বুষ্ট করলে সকলের নিকট পৌছাবে পোষ্ট,এখন আপনার পন্য দেখে অডিয়েন্সের পছন্দ হলে নক করবে- আপনি কথা বলে সেল জেনারেট করবেন। আর সেল এলে তো আলহামদুলিলাহ, না এলে আর কি করার।
বুষ্ট বা প্রোমোট করলে আমার পেজে কি ক্ষতি হবে?
কখনোই না, ফেসবুকের আর্নিং এর সবচেয়ে বড় অংশ আসে এই বিজ্ঞাপন থেকে,আর তাই এই জায়গায় আপনি যদি সঠিকভাবে বূষ্ট ও প্রোমোট করেন তাহলে ক্ষতি হবার কোন সম্ভাবনা নাই।
অনেকের পেজে রেস্ট্রিকশন বা বূষ্ট আনএভেইলাবল লেখা আসে কেন?
আপনারা ফেসবুকের পলিসির বাইরের কোন কাজ করেছেন এজন্য ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে রেসট্রিকশন দিয়েছে।
সেটা হতে পারে- আপনার পেজে কোন এড রান করতে যেয়ে একাধিকবার রিজেক্ট হয়েছে, হতে পারে আপনি কোন ব্রান্ডেন্ড প্রোডাক্ট নিজের নামে চালাতে চেয়েছেন।
সবচেয়ে বড় সমস্যা হলো- কিছু অসাধু ব্যাবসায়ী থ্রেসহোল্ড দিয়ে বূষ্ট ও প্রোমোপ্ট করে থাকেন। আর সেটা ফেসবুক ধরে ফেললে আপনার পেজের ক্ষতি হবে। আর এটা ফেসবুক ধরে ফেলেই। কোন সন্দেহ নাই।
ইদানিং এই ধরনের প্রশ্ন গুলি খুব বেশি আসছে-তাই লিখে দিলাম সবার জন্য, উদ্দেশ্য সবার উপকারে আসা।
সব কথার এক কথা হলো- ফেসবুকে বিজ্ঞাপন দিয়েই আপনাকে কাষ্টমার নিতে হয়,তাই বূষ্ট করা লাগেই।এখন খুঁজে দেখবেন যেন সঠিক মানূষটি দেখে সার্ভিস নিতে পারেন,নইলে সাধের পেইজ টি হারানোর সম্ভাবনা থাকেই।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *