বুষ্ট আসলে কত দিন করা উচিৎ?
এই ক্ষেত্রে আমি বলব, আপনার বিজনেস যদি বড় করার ইচ্ছা থাকে ভবিষ্যৎ এ তাহলে অবশ্যই আপনি নিয়মিত বুষ্ট করবেন।
নিয়মিত মানে সপ্তাহে সাত দিন, মাসে ৩০ দিন। এখন আপনি যদি মাসে ৩০ দিন বুষ্ট করেন তাহলে অবশ্যই আপনার মিনিমাম এক ডলার এক দিন বুষ্ট করালেও মাসে ৩০ ডলার বুষ্ট করতে হবে। আপনার ইনভেস্টমেন্ট এর চিন্তা করে বুষ্ট করতে হবে।
আপনি ধাপে ধাপে বুষ্ট করতে পারবেন।
সেটা কেমন?
প্রথমে ৫ দিন ৫ ডলার বুষ্ট করলেন, এই ৫ দিনের এনালাইসিস দেখলেন কেমন রিচ হচ্ছে, কেমন রেসপন্স পাচ্ছেন, সেল কতটা হচ্ছে, সেখান থেকে আপনার লাভের পরিমান সহ আরো কিছু যুক্ত করে পরবর্তী ৫ দিনের করবেন।
এইভাবে আপনি নিয়মিত ৩ মাস করবেন। আপনার প্রোডাক্ট ভালো হলে, ফটোগ্রাফি ভালো হলে, ইনশাআল্লাহ আপনার বিজনেস দাঁড়িয়ে যাবে।
এই যে ইনভেস্ট টা আপনি করলেন সেইটার ফল আপনি সাথে সাথে পাওয়ার আশা করবেন না। কেননা এই ইনভেস্টমেন্ট আপনার বিজনেসকে দাড় করাবে এর পর শুরু হবে আপনার ইনকাম।
আমরা যখন কোনো দোকান দিয়ে বা শোরুম দিয়ে বিজনেস শুরু করি তখন কিন্তু আমাদের ভাড়া দেওয়া বা একটা ডেকোরেশনের ইনভেস্ট করতে হয়। অনলাইন প্ল্যাটফর্মএ এইটা হলো সেই ইনভেস্টমেন্ট। যা কি না আপনি একটা প্রতিষ্ঠানের মত দাড় করাচ্ছেন তবে দোকান না শোরুমের তুলনায় অল্প খরচে।