ফেসবুক পেজ মনিটাইজেশন করে ইনকাম করার উপায়- পর্ব ০৪

ফেসবুক পেজ মনিটাইজেশন (Facebook Page Monetization) করার পদ্ধতিঃ
আপনি যখন শর্ত নিয়ে চিন্তা করবেন, তখন হাজার হাজার শর্ত খুঁজে পাবেন। শর্ত তারাই খুঁজে বেড়ান, যারা মুলত কাজের জন্য অযোগ্য। সুতরাং আপনি যদি ক্রিয়েটিভ এবং পরিশ্রমী হয়ে থাকেন, তাহলে সাধারণ কয়েকটি শর্ত পূরণ করে আপনি ফেসবুক থেকে আয় করতে পারেন। চলুন আলোচনা করা যাক, ফেসবুক পেইজ মরিটাইজেশন করার জন্য আপনাকে কাজ করতে হবে তা নিয়ে-
দশ হাজার ফলোয়ার সংগ্রহ করা:
ফেসবুকের দেয়া শর্তানুযায়ী, আপনাকে প্রথমে দশ হাজার ফলোয়ার সংগ্রহ করতে হবে। আপনার পেজে যদি দশ হাজার ফলোয়ার হয়ে যায় তাহলে আপনি ফেসবুক পেইজ মনিটাইজেশন (Facebook Page Monetization) এর জন্য একটি শর্ত পুরন করতে পারবেন। তবে দশ হাজার ফলোয়ার ছাড়াও আপনাকে আরও কিছু শর্ত পূরণ করতে হবে। সবার জন্য প্রথম দশ হাজার ফলোয়ার সংগ্রহ করার কাজটা খুবই কঠিন হয়ে থাকে। এজন্যই অনেকেই এই কাজে ব্যর্থ হয়ে থাকে। প্রকৃতপক্ষে আপনি যদি একটু কৌশল অনুসরণ করতে পারেন, তাহলে এটা একদম কঠিন কাজ নয়।
ফলোয়ার পাওয়ার জন্য আপনাকে ফেসবুক মার্কেটিংয়ের বেসিক শিখতে হবে। আপনি যদি বেসিক মার্কেটিং শিখে যান, তাহলে সহজে দশ হাজার ফলোয়ার সংগ্রহ করতে পারবেন। কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের পাওয়ার। ফেসবুকে আপনি প্রতিদিন ছোট ছোট কিছু কন্টেন্ট বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করতে পারেন। গ্রুপ হলো দশ হাজার ফলোয়ার সংগ্রহ করার উপযুক্ত প্লাটফর্ম।এছাড়া পেইড মার্কেটিং তো আছেই।
নিয়মিত ভিডিও কন্টেন্ট আপলোড করাঃ
একটু আগেই বলেছিলাম। কন্টেন্ট হচ্ছে অনলাইন জগতে রাজত্ব করার মূল শক্তি। আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন ততই দ্রুত আপনি সফলতা পাবেন। ফেসবুক পেজ মনিটাইজেশন (Facebook Page Monetization) করতে চাইলে আপনাকে তিন মিনিট বা তিন মিনিটের থেকে বড় ভিডিও আপলোড করতে হবে। তিন মিনিটের চেয়ে ছোট ভিডিওগুলোর ভিউ গণনা করা হবে না। সুতরাং ভিডিও ভিউ বৃদ্ধি করতে ও বিজ্ঞাপন দেখানোর জন্য উপযুক্ত করতে প্রতিটি ভিডিও তিন মিনিটের চেয়ে বড় হতে হবে।
এক্ষেত্রে লুপ ভিডিও গৃহীত হবেনা (যে সকল ভিডিও তে শুধু ছবি দিয়ে বারবার রিপিট করে কোন গান বা কিছু এড করে দেয়া হয়)।
পরের পর্বে লিখবো অন্য নিয়মগুলি নিয়ে।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভলপমেন্ট এবং প্রফেশনাল সিভি নিয়ে।
আমার পেজ- ICT CARE

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *