ফেসবুক পোস্টে রিচ কমে যাওয়ার কারণ

আপনি যদি বিগত কয়েক বছরে কোন ফেসবুক পেজ পরিচালনা করে থাকেন, তাহলে নিশ্চয়ই দেখে থাকবেন, সময়ের সাথে সাথে আপনার পোষ্টের রিচ কমে আসছে। ফেসবুক পোষ্টের এই রকম অরগানিক রিচ কমে আসাটা ২০১৪ থেকে শুরু হয়েছে। এটা মূলত ২টি কারণে হয়ে থাকে।
প্রথমত, ফেসবুক –এ প্রতিনিয়ত সহস্ৰ পোষ্ট প্রকাশিত হয়। এত গুলো কন্টেন্টের মধ্যে আপনার পোষ্টটি আপনার ফ্যানদের নিউজফিডে ভিজিবিলিটি লাভ করা কিছুটা প্রতিযোগিতামূলক।
দ্বিতীয়ত, ফেসবুক শুধুমাত্র তার ইউজারদের ঐ কন্টেন্ট গুলো Show করে যেগুলো তাদের সাথে প্রাসঙ্গিক।
1. Facebook এর এই বৈশিষ্ট্রের সাথে তাল মিলিয়ে পোষ্ট রিচ বৃদ্ধি করার জন্য কিছু উপায় অবলম্বন করা যেতে পারে। যেমনঃ ফেসবুক এ আপনার কন্টেন্ট পোষ্ট করার সময় প্রাসঙ্গিকতার দিকে লক্ষ্য রাখুন অথবা আপনার পোষ্টের রিচ বৃদ্ধিতে সময় ও অর্থ ব্যয় করুন।
2. কিভাবে ও কেন সময়ের সাথে সাথে ফেসবুক এর অরগানিক রিচ কমে যায়? আপনার পেজে পোষ্টকৃত কন্টেন্ট কতটা Reach লাভ করবে তা ফেসবুক নির্ধারণ করে।
একটি পরিসংখ্যানের মাধ্যমে জানা গেছে, ফেব্রুয়ারী ২০১৩ থেকে ২০১৫ এর মধ্যে ফেসবুক পোষ্ট এর অরগানিক Reach কমে গড়ে ১৫% থেকে ৫% এ এসে দাঁড়িয়েছে।
ধরুন আপনার পেজে যদি ১০০০০ ফ্যান আছে তাহলে আপনার পোষ্টকৃত কন্টেন্টটি কেন আনুমানিক ৫০০ জনের নিউজ ফিডে -এ Show করবে।
3. আচ্ছা এই সুট করা টা কিভাবে বোঝে ফেসবুক রোবট?
আপনি ফেসবুকে কি কি সার্চ করছেন সেটার কুকিজ থাকে ফেসবুকের কাছে তাই তারা জানে যে আপনার পছন্দ কি।
4. অল্প সংখ্যক পোষ্ট Reach এর কারণে ক্লিক, কমেন্ট এবং শেয়ারও কম থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *