ফেসবুক বুষ্ট ও প্রমোট নিয়ে আমাদের জানা-অজানা

বুস্ট/প্রমোটের আগে যে বিষয়গুলো আমাদের আসলেই জানা জরুরী আমি আজ সেগুলির আলোকে লিখবো, এই প্রশ্নগুলি প্রায়ই আমি ইনবক্সে পেয়ে থাকি। কমন প্রশ্ন গুলি নিয়ে আজকের কন্টেন্ট।
প্রশ্ন-০১- ফেসবুক বুস্ট কি ?
উত্তর- এটার আসল নাম হলো ফেসবুক পোষ্ট বূষ্ট।মুলত কোন একটা নির্দিষ্ট পোস্ট/কন্টেন্ট ফেসবুক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া,অর্থাৎ যারা ফেসবুক ব্যবহার করে, তাদের নিউজফিডে বুস্টকৃত পোস্ট টি দেখা যাবে, সেটি আপনার বাজেট অনুযায়ী। বাজেট অনুযায়ী একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে পোস্ট টি পৌঁছানোর জন্য করা হয় বুষ্ট, এটা থেকে আপনি লিড ও কাষ্টমার ম্যাসেজ পাবেন।মূলত সেল বৃদ্ধির জন্যই বুষ্ট করা হয়।
প্রশ্ন-২- প্রমোট কি?
প্রমোট করা হয় মুলত পেজের লাইক ও ফলোয়ার বাড়ানোর জন্য।এটা করলে আপনার পেজটি একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে।ব্যবহারকারীদের নিউজফিডে আপনার পেজের লাইক বাটন সহ প্রদর্শিত হবে।সেখান থেকে সকলেই লাইক দিতে পারবে চাইলেই।
প্রশ্ন -৩- বুস্ট ও প্রমোটের মধ্যে বেসিক পার্থক্য কি?
বুস্ট শুধু মাত্র নির্দিষ্ট পোস্ট/ কন্টেন্ট(ইমেজ, ভিডিও,অ্যানিমেশন, লিখা) ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে। আপনি যদি কোন প্রোডাক্ট সেল করতে চান, তাহলে সে প্রোডাক্ট এর পোস্ট টা বুস্ট করবেন যেন নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারী, প্রোডাক্ট এর পোস্ট দেখে এবং কিনতে আগ্রহী হয়।বুস্ট মূলত সেল বৃদ্ধির জন্য করা হয়।
অপর দিকে প্রমোট হল আপনার হোম পেজ টা ব্যবহারকারীদের নিউজফিডে পৌঁছানো।ব্যবহারকারীর নিউজফিডে আপনার হোম পেজ শো করবে এবং লাইক এর অপশন থাকবে।প্রমোটের মাধ্যমে আপনার পেজ এ লাইক বাড়বে।
এক কথায়- প্রমোট করা হয় লাইক বৃদ্ধির জন্য, আর বূষ্ট করা হয় সেল ম্যাসেজ জেনারেট করানোর জন্য।
প্রশ্ন-৪- বুস্ট করা ভাল হবে নাকি প্রমোট করা ভাল হবে?
আমার মতে পেজ এ ৫০০০ লাইক হলেই প্রমোট করার আর দরকার নাই, শুধু বুস্ট করবেন। ধরুন আপনার পেজ এ ১০০০০ লাইক আছে, তারপরও আপনি যদি বুস্ট না করেন, তাহলে আপনার পোস্ট টি মানুষের কাছে পৌঁছাবে না। ৫% অর্গানিক রিচ হতে পারে।
আবার আরেকজনের পেজ এ ২০০০ লাইক আছে, সে যদি কন্টিনিউ তার নতুন পোস্ট গুলো বুস্ট করে, তাহলে তার রেগুলার একটা সেল আসবে, তার নতুন প্রোডাক্ট গুলো সে তার নির্দিষ্ট কাস্টমারকে দেখাতে পারছে।
সুতারাং বুঝতেই পারছেন, কোনটা ভাল হবে। তাছাড়া বুস্ট করলেও আপনার কিছু লাইক আসবে পেজ এ, যেগুলো একদম রিয়েল লাইক।আপনার প্রোডাক্ট কোয়ালিটি যদি ভাল হয়, আপনি এমনিতেই পরিচিতি পাবেন।পাবলিক আপনার পেজে যাবে, তাই আগে পেজ সাজান ভালো করে তারপরে রিয়েল টার্গেট কাষ্টমার দেখে লাইক নিয়ে বুষ্ট করুন।
প্রশ্ন-৫- রিচ এর ব্যপার টা কি? আজীবন তো জানলাম ধনী।
রিচ মানে হলো মুলত পৌঁছানো, এটা সবাই জানি। আপনি যখন টাকা দিয়ে আপনার পোস্ট বুস্ট দিবেন, তখন আপনার পোস্ট নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে। এটাই হল রিচ। এই রিচ পোষ্ট ও পেজের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে।
প্রশ্ন-৬- বেশিদিন বুস্ট করলে বেশি রিচ হবে??
রিচ টা আসলে দিনে সাথে সম্পর্কযুক্ত না, রিচ এর সম্পর্ক টাকা এর সাথে।তবে যেকোন বুষ্ট বা প্রমোট মিনিমাম ৪ দিন করতে হয়, এর নিচে করতে ফেসবুক নিজেই মানা করে।
ধরুন আপনি বুস্টের জন্য ৪ দিনে ৪ ডলার বাজেট করলেন, আরেকজন ৪ দিনে ১০ ডলার বাজেট করল, ২ জনের রিচের পার্থক্য আসবে অনেক।আপনি ডেইলি বাজেট যত বাড়াবেন, রিচ তত বাড়বে।
  • টার্গেট বুস্ট কি??
  • কিভাবে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাব?
  • বেশি বাজেট হলেই কি বেশি সেল হবে?
এইরকম আরো অনেক প্রশ্নের উত্তর নিয়ে লিখবো পরের কন্টেন্টে ইনশাআল্লাহ।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লগো ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন, ওয়েবসাইট ডিজাইন, ফেসবুক পেজ প্রোমোট,পোষ্ট বুষ্ট,ডোমেইন-হোষ্টিং,ভিডিও এডিটিং,কন্টেন্ট রাইটিং।
আমার পেজ- ICT CARE

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *