ফেসবুক মার্কেটিং এ সঠিক ও কাঙ্ক্ষিত ফলাফল না পাবার কিছু কারন- পর্ব ০১

রাতারাতি ফলাফল আশা করা-
আমি এমন অনেক ক্লায়েন্ট পাই,যারা বলেন-ভাইয়া আগে অমুকের কাছে দুইটা বুষ্ট করালাম কিন্তু ফল ভালো না,আমার সেল আসেনাই,তাই আমি আপনাকে দিতে চাই।
আমি তাদেরকে আমার পোষ্ট লিংক আর ভিডিও লিংক দিয়ে আগে বলি-এইগুলা পড়েন ও দেখেন,কারন আমার কাছেও ফলাফল না পেতে পারেন।
আর তখন আমার দুর্নাম অন্য কারো কাছে করবেন।
নিয়মিত কাজ না করা-
আরে ভাই, ঠিকঠাক কাজ না করলে বেতনই কেউ দেয়না ঠিক করে,আর আপনি হুট করে একটা ক্যাম্পেইন লঞ্চ করেই বিশাল ফলাফল আশা করাটা কি সিম্পলি বোকামি না?
রাগ হচ্ছে কথা শুনে?
আচ্ছা ভাবেন, আপনি ১ বছর বিজনেস করছেন।কেউ একজন হুট করে এসে নেমে গেল বিজনেসে,আর আপনার জায়গায় আমি তাকে প্রাধান্য দিলাম।আপনি মেনে নিবেন?
ফেসবুক ও দিন শেষে বিজনেস করে,তাহলে সে কেন তার পুরানো ও রেগুলার ক্লায়েন্টকে মুল্যায়ন করবেনা?
নিজের পেজ ঠিক না থাকা-
ম্যাক্সিমাম পেজেই দেখি,একই মডেলের ছবি দিয়ে বুষ্ট। অগোছালো পেজে পোষ্ট দিয়েই বূষ্ট।পোটেনশিয়াল লাইক ও ফলোয়ার ছাড়াই বুষ্ট এবং লোগো ছাড়া স্ক্রিনশট ইমেজ দিয়েও বূষ্ট করতে।
আপনাকেই যদি প্রশ্ন করা হয়- আপনি কি একটা গোছালো দোকান থেকে কিনবেন নাকি অগোছালো?
আপনি কি একটা গোছালো মাধ্যমে প্রমোট করবেন নাকি অগোছালো?
উত্তর আপনার নিজের কাছেই আছে,তবুও কেন এই ভুল করে ভালো কিছু আশা করেন?
কাষ্টমার হ্যান্ডেলিং কনসেপ্ট না থাকা-
আমাদের অনেকেরই মাঝে এই কাষ্টমার হ্যান্ডেলিং টেকনিক টা ক্লিয়ার না, এত পোষ্ট আমি করেছি কিন্তু পড়তে আমাদের বয়েই গেছে,এত পড়ে কি হবে?
ওস্তাদ বলেছেন- দিনে একটিভ থাকার উপায়, একটিভ থাকলেই সব ঠিক।ভাই ফেসবুক রোবট কোন মানূষ না।
এর ভুল হয়না, আপনার রেস্পন্স, আপনার কাজকর্ম সবই ট্রাক করছে সে সব সময়।ইভেন আপনার ঘুমের মধ্যেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *