Sabrin Rahman আপু তার Home Cuisine পেইজে ওনার নিজের তৈরি করা দারুন দারুন কেকের ছবি সহ পোষ্ট করেছেন। ওমা এই জিনিস টা আবার Nadira Rahman Dipu আপুর সামনে এসেছে। ওনার ছেলে বলছে আম্মু আমি এই কেক টা খাবো।
আপু বেশ চিন্তিত আরে এই আপু কে তো আমি চিনি না তাহলে আমার ফেসবুকে আসলো কেন? এদিকে Zahra Hasina Parveen আপুর রান্না করা খিচুড়ি চলে গেছে আবীর আহমেদ আবীর ভাই এর লাঞ্চ টাইমের আগে আগেই ওনার ওয়ালে। ক্ষুধা আর পায় কে?
উনিও ভাবছেন এই সুন্দর খিচুড়ি বানাচ্ছেন টা কে?
আর আসলো ই বা কীভাবে?
এখন সবাই মিলে বসেছেন যে কেন ওনাদের পোষ্ট গুলি চলে আসছে এই ওয়ালে। এদিকে এই নিয়ে সবাই মিলে একত্রে বসে ডাক দিলেন সৌভিক ভাই কে।
প্রথমেই Shanzida Afrin Kanta আপু জিজ্ঞাস করছেন ভাইজান আমার পেইজে ও তো কাজ করেছি কিন্তু এমন তো হয় না।
সৌভিক: আপু ওনারা পেইজ এর পোষ্ট কে বুষ্ট করেছেন টাকা দিয়ে তাই আপনাদের কাছে এসেছে।
সৌভিক: আপু আপনি মিনিমাম ৫ ডলার দিয়ে পোষ্ট বুষ্ট করতে পারবেন।
আর সেটা দিনে মিনিমাম ১ ডলার করে খরচ হবে।
Ratna Rani Dev দিদি জিজ্ঞাস করলেন – ভাই আমি যদি ৫ ডলারে বুষ্ট করি তাহলে কত মানুষ দেখবে?
সৌভিক:দিদি আসলে এটা ডিপেন্ড করছে পেজের কোয়ালিটির উপরে।
তবে ধরুন মিনিমাম ১৫০০-৮০০০ রিচ হবে।তবে যেকোন বিজ্ঞাপন ডিপেন্ড করে- পেজের অবস্থা, এডমিন আইডির রিচ, কন্টেন্ট, ইমেজ এইগুলির উপরে।
সৌভিক: দোস্ত রিচ করানোর গ্যারান্টি দেয়া গেলেও লাইকের গ্যারান্টি ডিপেন্ড করে কিসের পেইজ, কি টাইপের কন্টেন্ট, আর কেমন গোছালো পেইজ তার উপরে ডিপেন্ড করে বাট আপনি ২৫০-১০০০ লাইক ধরতে পারেন।
Kanij Fatema এর প্রশ্ন, দোস্ত আমাকে একজন বললো ডলার রেট ৮৫ টাকা মানে ৪২৫ টাকায় পেইজ বুষ্ট করে দিবে এটা কি সঠিক?
সৌভিক: দোস্ত বর্তমানে ডলার রেইট ৯৩ টাকার কাছেই,আর মাষ্টার কার্ডের একটা বার্ষিক চার্জ ও আছে।এবার ১৫% ভ্যাট দিতে হয়।
তাহলে তুই নিজে ভাব কীভাবে ৪২৫ বা ৪৫০ বা ৫০০ টাকায় দিবে?
আসলে এখানে কিছু ব্যাপার থাকে যেমন, Age restriction, area choice. reach এসবে কারচুপি করা যায়।
ধর কেউ তোকে বললো আপনার পেইজে এত রিচ করিয়ে দিব ৫০০ টাকা দিবেন। আর এত লাইক করিয়ে দিব ৫০০ দিবেন।
মোট কত হলো?
সৌভিক: কিন্তু আদতে ঐ দুইটা কাজ কিন্তু একবারে ই করা যায়। মানে ৬৫০ টাকায়। (১৩০ টাকা ডলার রেট ধরে)
তাহলে আপনাকে ভুগোল দিয়ে ৬৫০ এর কাজে ১০০০ নিলো অথচ আপনি ভাবলেন ৫০০ টাকায় কাজ করিয়ে এত লাভ করলাম।অথচ যারা ১৩০ টাকা করে ডলার রেট দিচ্ছে তারা কতইনা বোকা।
মাথায় রাখুন ক্রেতা কোন দিন লাভ করতে পারবে না।লাভ বিক্রেতা ই করবেন।
তবে ক্রেতার সন্তুষ্টি অর্জন করে সেল করতে পারাই হলো বিক্রেতার কোয়ালিটি।
হঠাৎ Kazal Sarker দিদি, শোনেন আমার রান্না শেষ।সবাই খেতে আসেন।