প্রায় ১.৪ বিলিয়ন ব্যবহারকারী নিয়ে ফেসবুক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য আর উপযুক্ত কাস্টমার খুঁজে নিতে এর বিকল্প নেই বললেই চলে। তাই ব্যবসার প্রসারে ফেসবুক মার্কেটিং ব্র্যান্ডগুলোর অন্যতম সেরা পছন্দ।
সোশ্যাল মিডিয়া বা ফেসবুক মার্কেটিং নিয়ে কোনো অভিজ্ঞতা না থাকলে এ লেখা থেকে প্রাথমিক ধারণা নিয়ে ফেলুন
ফেসবুক মার্কেটিং কী?
ফেসবুকে কোনো ব্র্যান্ডের প্রচারণা চালানোর সামগ্রিক প্রক্রিয়াকে ফেসবুক মার্কেটিং বলে। এর জন্য আপনাকে সবসবময় বিজ্ঞাপন দিতে হবে না। কিন্তু কম সময়ে ভালো পারফরম্যান্স নিশ্চিত করতে বিজ্ঞাপন কার্যকরী উপায় হতে পারে।
ফেসবুক মার্কেটিং গুরুত্বপূর্ণ কেন?
সারা বিশ্বে কাভারেজ রয়েছে। অর্থাৎ, ব্র্যান্ডগুলো চাইলেই তাদের পণ্যগুলোকে সহজে বিভিন্ন দেশের মানুষের কাছে তুলে ধরতে পারে।
বিজ্ঞাপন ছাড়া টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য পেইজ, গ্রুপ আর ইভেন্টসহ বিভিন্ন অর্গানিক মার্কেটিং টুল রয়েছে।
নির্দিষ্ট ধরনের ব্যবহারকারীদের টার্গেট করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বাজেটের মধ্যে বিজ্ঞাপন দেয়া যায়। ধরা যাক, কোনো একটি ব্র্যান্ড নারীদের জন্য তৈরি তাদের প্রসাধনী সামগ্রীর প্রচারণা চালাতে চাচ্ছে। সেক্ষেত্রে তাদের বিজ্ঞাপনগুলো শুধুমাত্র নারী ব্যবহারকারীদের সামনেই দেখানো সম্ভব।
একই সাথে কয়েকটি প্ল্যাটফর্মে বিজ্ঞাপন চালানো যায়। যেমন, ইন্সটাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ।
সরাসরি প্রোডাক্ট বিক্রির ব্যবস্থা রয়েছে, যা কাস্টমারদের জন্যও সুবিধাজনক।