ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে কিছু বিষয় জেনে নেওয়া ভালো

ফেসবুক বিজনেসের ওনার যারা,তারা অনেকেই আমাকে বলেন যে- আপনাদের নাকি সেল ভালো আসছেনা,রেজাল্ট ভালো পাচ্ছেন না।তাদের জন্য বলছি,নিচের কাজগুলি এপ্লাই করে দেখতে পারেন।
  • প্রথমত, পােস্টে যে ইমেজ-ভিডিও ব্যবহার করছেন সেগুলির সাইজ (ইমেজ সাইজ) ফেসবুক রিকোমেন্ডেড তো? ফেসবুকে ইমেজ দিতে গেলে সেটার সাইজ আছে,ঐ অনুযায়ী করুন।
কারন ফেসবুকের এড প্লেসমেন্ট সাইজ যদি সঠিক না হয় তাহলে সেগুলাে বেটারলি ডিসপ্লে হয় না।
  • আমরা অনেকেই আছি একই পােস্টে ৮০টার বেশি ছবি এড করে থাকি ফেসবুকে। একই সাথে এতগুলি ছবি, বিশেষ করে এডভার্টাইজিং পােস্টে কখনােই ৫ থেকে ১০ টার বেশি ছবি এড না করাই উত্তম কারন এতে এডস রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে ৯০%।৪-৫ টা দিলে ভালো হয়।
  • শুরুতেই সেলস ক্যাম্পেইন না করে প্রথমেই এ্যাওয়ারনেস স্টেজে কিছু রিচ ক্যাম্পেইন করুন। এইজন্য বাজেট রাখুন।
  • রিচ ক্যাম্পেইনে অবশ্যই ইমেজ ব্যবহার না করে ভিডিও ব্যবহার করুন।
  • ভিডিও লেন্থ সর্বোচ্চ এক মিনিট রাখবেন-সেখানে তিন থেকে পাঁচ সেকেন্ড আপনার কোম্পানি লোগোসহ স্লােগান-বাকি ৫৫ সেকেন্ড আপনার পণ্য বা সার্ভিস পরিচিতি রাখবেন।
  • রিচ ক্যাম্পেইনে মিনিমাম ৩০ দিন এডস চালানােই হলাে সবচেয়ে বেস্ট-যেখানে বাজেট রাখবেন মিনিমাম ২ ডলার। এর উপরে রাখতে পারলে আরো ভালাে।
  • পরের মাসেই একই সাথে সেলস ক্যাম্পেইন ও রিচ ক্যাম্পেইন করবেন।
  • সেখানে প্রথম রিচ ক্যাম্পেইন থেকে রিটার্গেটিং করে কাস্টম অডিয়েন্স সাথে লুক এ লাইক অডিয়েন্স দিয়ে এডস রান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *