ফেসবুক বিজনেসের ওনার যারা,তারা অনেকেই আমাকে বলেন যে- আপনাদের নাকি সেল ভালো আসছেনা,রেজাল্ট ভালো পাচ্ছেন না।তাদের জন্য বলছি,নিচের কাজগুলি এপ্লাই করে দেখতে পারেন।
কারন ফেসবুকের এড প্লেসমেন্ট সাইজ যদি সঠিক না হয় তাহলে সেগুলাে বেটারলি ডিসপ্লে হয় না।
-
আমরা অনেকেই আছি একই পােস্টে ৮০টার বেশি ছবি এড করে থাকি ফেসবুকে। একই সাথে এতগুলি ছবি, বিশেষ করে এডভার্টাইজিং পােস্টে কখনােই ৫ থেকে ১০ টার বেশি ছবি এড না করাই উত্তম কারন এতে এডস রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে ৯০%।৪-৫ টা দিলে ভালো হয়।
-
শুরুতেই সেলস ক্যাম্পেইন না করে প্রথমেই এ্যাওয়ারনেস স্টেজে কিছু রিচ ক্যাম্পেইন করুন। এইজন্য বাজেট রাখুন।
-
রিচ ক্যাম্পেইনে অবশ্যই ইমেজ ব্যবহার না করে ভিডিও ব্যবহার করুন।
-
ভিডিও লেন্থ সর্বোচ্চ এক মিনিট রাখবেন-সেখানে তিন থেকে পাঁচ সেকেন্ড আপনার কোম্পানি লোগোসহ স্লােগান-বাকি ৫৫ সেকেন্ড আপনার পণ্য বা সার্ভিস পরিচিতি রাখবেন।
-
রিচ ক্যাম্পেইনে মিনিমাম ৩০ দিন এডস চালানােই হলাে সবচেয়ে বেস্ট-যেখানে বাজেট রাখবেন মিনিমাম ২ ডলার। এর উপরে রাখতে পারলে আরো ভালাে।
-
পরের মাসেই একই সাথে সেলস ক্যাম্পেইন ও রিচ ক্যাম্পেইন করবেন।
-
সেখানে প্রথম রিচ ক্যাম্পেইন থেকে রিটার্গেটিং করে কাস্টম অডিয়েন্স সাথে লুক এ লাইক অডিয়েন্স দিয়ে এডস রান করবেন।