ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দেবার জন্য আপনাকে কয়েকটি বিষয় ঠিক করে দিতে হবে তাদের বিজ্ঞাপন টুলের মাধ্যমে। যেমনঃ
বিজ্ঞাপনের উদ্দেশ্য (যেমন, ব্র্যান্ড পরিচিতি বাড়ানো
টার্গেট অডিয়েন্স (যেমন, কোন বয়সের কোন জায়গার ইউজারদের জন্য বিজ্ঞাপন দিচ্ছেন)
বিজ্ঞাপন কোথায় চালাতে চান (যেমন, ফেসবুক, ইন্সটাগ্রাম ও অডিয়েন্স নেটওয়ার্ক)
বাজেট ও মেয়াদ- কত দিন আর কত ডলারের বিজ্ঞাপন দিতে চান সেটা।
বিজ্ঞাপনের ফরম্যাট
আপনার বিজ্ঞাপন জমা দেবার পর ফেসবুকের নিজস্ব সিস্টেম তা চালাতে থাকে। এর পারফরম্যান্স আপনি দেখতে পারবেন ‘Ads Manager’ টুল থেকে।
বিজ্ঞাপন ফরম্যাটের মধ্যে রয়েছে –
ভিডিও অ্যাড
ফটো অ্যাড
স্লাইড শো অ্যাড
ক্যারাউজেল (Carousel) অ্যাড
ক্যানভাস অ্যাড
ডায়নামিক প্রোডাক্ট অ্যাড
ফেসবুকে বিভিন্ন প্রমোটেড পোস্ট তৈরি করতে পারেন
ফেসবুকে যেসব কন্টেন্ট পোস্ট করছেন, সেগুলোর রীচ বাড়ানো সম্ভব বুস্টিংয়ের মাধ্যমে। নতুন ইউজারদের কাছে ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার জন্য এটি সবচেয়ে সহজ একটি উপায়।