ফেসবুকে আপনার ব্র্যান্ডকে সবার সামনে তুলে ধরার জন্য ফ্রি একটি টুল হলো ব্র্যান্ড পেইজ। সাধারণ ফেসবুক অ্যাকাউন্টের সাথে ফেসবুক পেইজের পার্থক্য রয়েছে। নিজের প্রোফাইলে আপনি ব্যক্তিগত বিষয় শেয়ার করেন। কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো ফেসবুক পেইজ চালানোর সময় আপনাকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি মাথায় রেখে পোস্টগুলো করতে হয় মুলত।
বিভিন্ন ক্যাটাগরিতে ফেসবুক পেইজ খুলতে পারেন আপনি। যেমন –
লোকাল বিজনেস
কোম্পানি
ব্র্যান্ড
পাবলিক ফিগার
এন্টারটেইনমেন্ট
কমিউনিটি
প্রতিটি ক্যাটাগরির সাথে রয়েছে সাবক্যাটাগরি। তাই আপনার ব্র্যান্ডের ধরন অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করুন। ক্যাটাগরিভেদে পেইজের সেটিংস আলাদা হলেও আপনাকে শুরুতে ছয়টি ফিচার ঠিকভাবে ব্যবহার করতে হবে:
লোগো
লোগো সহ প্রোফাইল ছবি
কাভার ছবি
পেইজের ইউজারনেম
কল-টু-অ্যাকশন (Call-to-action) বা সিটিএ (CTA) বাটন
‘About’ সেকশন
সব অংশের বিস্তারিত লিখবো ইনশাআল্লাহ