আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যাবে। একবার কল্পণা করুন তো, আপনার ব্যক্তিগত বিষয় অন্য কেউ জেনে গেল! আর আপনার ফ্রেন্ডলিস্টে যারা আছে তাদের কাছে আপনার আইডি থেকে আপত্তিকর বার্তা পাঠানো হলো, তাহলে এর ফলাফল কেমন হবে!
এমনটি হলে আপনার পরিচয় এবং সম্মান, দুটোই ঝুঁকির মধ্যে পড়বে। এমনকি, এর জন্য আপনাকে সাইবার ক্রাইমের আওতায় নিয়ে যাওয়া হতে পারে।
তাই সবার আগে ফেসবুক আইডির সিকিউরিটি নিশ্চিত করুন (ডি এস বি তে পোষ্ট আছে আমার)
কিভাবে বুঝবেন আপনার আইডী হ্যাক হয়েছে?
-
আপনার ফেসবুক আইডিতে যদি ঢুকতে না পারেন।
-
যদি আপনার আইডি থেকে আপত্তিকর কোনো পোস্ট করা হয়।
-
আপনার ফ্রেন্ডলিস্ট যদি পরিবর্তণ করা হয়।
-
আইডিতে অন্য কেউ লগইন করে যদি পাসওয়ার্ড পরিবর্তন করে দেয়।
হ্যাক হলে কি করবেন?
১. আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করুন
আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিন্তু হ্যাকার এখনো পাসওয়ার্ড পরিবর্তন করেনি? তাহলে, আপনার ভাগ্য ভালো। এমন হলে আপনার জন্য আইডি উদ্ধার করা সহজ হবে।
২. আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড পুনরায় সেট করুন
হ্যাকার যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে, তাহলে ভয় পাবেন না। আইডির পাসওয়ার্ড পরিবর্তন করলেও আইডি ফিরে পাওয়ার সমাধান আছে।
ফরগেট পাসওয়ার্ড অপশন থেকে এটি করে নিতে পারবেন।
৩. সন্দেহজনক পেজ এবং ব্রাউজার সরিয়ে ফেলুন
নতুন পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডিতে লগইন করা হয়ে গেলে আপনার আইডির সুরক্ষার জন্য আরো কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমে, সেটিংসে গিয়ে অ্যাপ্লিকেশনগুলো চেক করতে শো অলে ক্লিক করুন। তাহলে, আপনার এফবি অ্যাকাউন্টে যারা অ্যাক্সেস করে সে সমস্ত তথ্যগুলো দেখতে পারবেন।
এখন, যদি আপনি কোনো সন্দেহজনক পেজ, ব্রাউজার অথবা যে কোনো অ্যাপ্লিকেশন খুঁজে পান যা আপনার আইডিতে অ্যাক্সেস করতে পারে, তবে তার অ্যাক্সেস পরিবর্তন করুন বা অ্যাপ্লিকেশনগুলো সরিয়ে ফেলুন।
৪. ফেসবুক আইডির লগ-ইন অ্যাক্সেস স্ট্রং করুন
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে বর্তমানে ফেসবুকে টু-ফ্যাক্টর ভেরিফিকেশন সুবিধা চালু রয়েছে। আপনার আইডিতে যদি টু-ফ্যাক্টর ভিরিফিকেশন অপশন চালু রাখেন, তবে আপনার অনুমতি ছাড়া অন্য কেউ আপনার আইডিতে অ্যাক্সেস করতে পারবে না। যখন কেউ আপনার আইডিতে লগইন করতে চাইবে, তখনি আপনার ফোনে একটি কোড পাঠানো হবে যা আপনি ছাড়া আর কেউ জানবে না।
৫.ফেসবুকে রিপোর্ট করুন
আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে হ্যাক হওয়ার বিষয়টি ফেসবুককে জানিয়ে দিন। যে ব্রাউজারে আপনার আইডি লগ-ইন করা ছিল, সেই ব্রাউজারে যান। সেখানে অন্য একটি ট্যাব খুলুন এবং প্রবেশ করুন। এখন, ফেসবুক হেল্প সেন্টার লিখে সার্চ করুন।
সার্চ করলে অনেকগুলো সিকিউরিটি অপশন দেখতে পারবেন। যে অপশনটি সবচেয়ে স্ট্রং মনে হবে সেটাতে ক্লিক করুন। তারপর, আপনার আইডি হ্যাক হওয়ার বিষয়টি ফেসবুকে রিপোর্ট করে জানিয়ে দিন।
৬. আপনার নিকটজনদের সাবধান করুন
আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে আপনার ফ্রেন্ডলিস্টে যারা আছে তাদেরকে আইডি হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে দিন। কারণ, হ্যাকার আপনার আইডিতে একটি স্প্যামিং লিঙ্ক পোস্ট করে আপনার বন্ধুদের আইডি হ্যাক করার চেষ্টা করতে পারে।
এছাড়া, হ্যাকার আপনার আইডি দিয়ে কোনো পোস্ট বা আপত্তিকর বার্তা পাঠাতে পারে। ফলে, আপনার পরিচয় এবং সম্মান নষ্ট হবে। তাই, আগে থেকেই সবাইকে জানিয়ে রাখুন যে আপনার এফবি আইডি হ্যাক হয়েছে।
তাছাড়া, সেটিংস-এ গিয়ে আপনার আইডি হ্যাক হয়ে গেলে আপনাকে সাহায্য করতে পারে এমন ৩-৪ জন বন্ধু সিলেক্ট করে রাখুন। তাহলে, ফেসবুক অ্যাকাউন্ট আইডি হ্যাক হয়ে গেলেও আপনার নির্বাচিত বন্ধুগণ আইডি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারবে।
সকলের জন্য রইলো শুভ কামনা
কাজ করছি লগো, ফেসবুক পেজ ও ই-কমার্স সাইট নিয়ে
Founder & CEO- ICT CARE & Easysodai