ফোন কল করে কেউ পাসওয়ার্ড হ্যাক করতে পারেনা কিন্তু তথ্য চাইতে পারে আর ১ মিনিট কথা বলে কলের একর্ড রেখে ভয়েস ইউজ করতে পারে।
অনেকেই প্রশ্ন করছেন অপরিচিত নং হতে কল ধরা প্রসঙ্গে!
কেউ যদি শুধু আপনার ফোন কল ধরার মাধ্যমে পাসওয়ার্ড হ্যাক করতে পারতো, তাহলে এটা খুবই বড় নিরাপত্তা ঝুঁকি হতো। আসলে, এমন কোনো প্রমাণিত পদ্ধতি নেই যেখানে শুধু ফোন কল ধরার মাধ্যমে হ্যাকাররা পাসওয়ার্ড চুরি করতে পারে।
তবে, হ্যাকাররা বিভিন্ন প্রতারণামূলক পদ্ধতি ব্যবহার করে যেমন ফিশিং কল, যেখানে তারা বিশ্বাসযোগ্য সংস্থা বা ব্যক্তি পরিচয় দিয়ে আপনার কাছ থেকে সরাসরি তথ্য চাইতে পারে।
+92 কিংবা +99 এগুলি হ্যাকিং কল নয়।এই তথ্যটা মুলত গুজব।আপনারা গুগলে সার্চ করলেই বিভিন্ন দেশের কান্ট্রি কোড পেয়ে যাবেন।