ফ্রিল্যান্সারদের প্রয়োজনীয় ৬টি সফটওয়্যার
আজকে আমরা জানবো, ফ্রিল্যান্সারদের প্রয়োজনীয় ৬টি সফটওয়্যার এবং এদের কাজ সম্পর্কে। এই সফটওয়্যারের মাধ্যমে একজন ফ্রিল্যান্সারের জন্য কাজ করা আরও বেশি সহজ হয়ে যাবে।
𝐙𝐨𝐨𝐦 & 𝐌𝐢𝐜𝐫𝐨𝐬𝐨𝐟𝐭 𝐓𝐞𝐚𝐦𝐬: বর্তমান সময়ে ক্লায়েন্ট মিটিং -এর জন্য জুম এবং মাইক্রোসফট টিম অসাধারণ অ্যাপ্লিকেশন। যেকোনো জায়গায় বসে স্ক্রিন শেয়ারিং -এর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য এই সফটওয়্যারগুলো অনেক উপকারী। বর্তমানে অসংখ্য অফিস এবং ফ্রিল্যান্সিং সেক্টরে প্রফেশনাল মিটিং -এর ক্ষেত্রে অনলাইন এই সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়।
𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐖𝐨𝐫𝐤𝐬𝐩𝐚𝐜𝐞: কাস্টম ইমেল থেকে শুরু করে পুরো প্রজেক্ট পরিকল্পনার জন্য Google Workspace ব্যবহার করা হয়। Gmail, Calendar, Meet, Chat, Drive, Docs, Sheets, Slides, Forms, Sites এবং আরও অনেক কিছু রয়েছে Google Workspace -এ।
𝐂𝐚𝐧𝐯𝐚: সহজে ডিজাইন কিংবা লোগো তৈরির জন্য Canva হতে পারেন ফ্রিল্যান্সারদের পছন্দের টুল। ফ্রিল্যান্সার ডিজাইনারদের জন্য এই টুলটি একদম পারফেক্ট কারণ এই সফটওয়্যারে রয়েছে অসংখ্য ডিজাইনের টেমপ্লেট। শুধু সোশ্যাল মিডিয়া পোষ্ট, লোগো কিংবা বিজনেস কার্ড টেম্পলেটে নিজের ইনফরমেশন দিয়ে দিলেই সহজেই কাজ হয়ে যায়।
𝐌𝐢𝐫𝐨: এই টুলটি ফ্রিল্যান্সাররা ব্রেইন স্ট্রমিং -এর জন্য ব্যবহার করে। Workshop, strategy mapping, UX রিসার্চ এবং ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কাস্টমার ডিসকভার এবং প্রসেস ভিজ্যুয়ালাইজেশনের জন্য Miro ব্যবহার করা হয়।
𝐆𝐫𝐚𝐦𝐦𝐚𝐫𝐥𝐲: যেকোনো মেইল কিংবা কথাবার্তার জন্য একজন ফ্রিল্যান্সারকে ইংরেজি ভাষার ব্যবহার করতেই হয়। তাই Grammarly -এর মাধ্যমে নির্ভুলভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা সম্ভব।
𝐋𝐢𝐠𝐡𝐭𝐬𝐡𝐨𝐭: এটি ব্যবহার করে আপনি যেকোন জায়গা থেকে যেকোনকিছুর স্ক্রিনশট নিতে পারেবন।আছে আরও অনেক ফিচার।
উপরোক্ত সফটওয়্যারের মাধ্যমে একজন ফ্রিল্যান্সার তার যোগাযোগ থেকে শুরু করে কাজের প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে সহজেই।