ফ্রেন্ড লিষ্ট বড় কিন্তু রিচ অনেক কম হবার কারন জেনে নিই

 

 
Arifa Sultana আপুর ঘুম নেই বেশ কিছু দিন যার প্রতিফলন পড়ছে ওনার ফেসবুক স্ট্যাটাসে এবং নিজেকে ডেভলপ করার ক্ষেত্রে।
আরে তার শেষ কিছু স্ট্যাটাস দেখেই ফাঁকিবাজ Sharmin Nahar এর চোখ ছানা বড়া।
সাথে সাথেই ফোন করে ডাকলেন আরেকজন পন্ডিত Shamima Sultana কে।
সুমাইয়া শারমিন : আরিফা আপুর কি হয়েছে?
অধরা অরিন : কেন রে?
Jiasmin Akter : আরে সে তো মনে হয় ডিপ্রেশনে আছে।
সিলভী সোলায়মান : কি আর করা Rupa Dorothy কে ডাকা হোক।
তিন পাগলে হলো মেলা ভবে এসে, এমন গান ই গুন গুন করে গাইছেন Zahra Hasina Parveen আপু।
এইটা শুনে আবার মিচকি হাসছেন Nadira Riya
যায় হোক অগত্য ফোন করে আনা হলো সৌভিক কে।
Ferdousi Akhter আপুর প্রশ্ন- আমার ফ্রেন্ড লিষ্টে বন্ধু আছে ৫০০ কিন্তু আমার সেল পোষ্টে লাইক আসে মাত্র ২০/৩০ কারন কি রে ভাই?
সৌভিক- সত্য কাজে কেউ নাই রাজী
সব ই দেখি তা না না, জাত যাবে জাত যাবে কইলে।
Sabrin Rahman – যা হয় হোক বুঝিয়ে বল।
সৌভিক- আপু ধরো Afifa Jhumu এর আইডিতে ১০০০ ফ্রেন্ড এখন তার একটা নিজস্ব ছবিতে লাইক আসছে ৭০০/৮০০ কিন্তু ওর Jhumus Collection এর বিজ্ঞাপন দিলেন সেখানে লাইক আসছে ৬০/১০০
ইহা নিয়েই তো গন্ডোগোল?
Shanzida Afrin Kanta আপু – জ্বী ভাইজান সেইম কেস হয়েছে।
সৌভিক- ব্যাপার টা হলো যারা আপনাকে চেনে বা কোন না কোন ভাবে আপনার সাথে ইনভলব হতে চাই তারাই আপনাকে কিংবা আপনি তাদের কে এড করছেন।
কথা সত্য কিনা কন দেখি Abida Khan Shompa আপু।
আবিদা আপু- হাছা কথা গুরু।
সৌভিক- এখন স্বাভাবিক ভাবেই Naz Shamima আপুর এত সাজুগুজু মার্কা ছবিতে প্রচুর লাইক কমেন্ট আসে আবার Kanij Fatema কিংবা Kaniz Sayema Rumpa আপুর বেলাতেও তাই।
কিন্তু আসল ব্যাপার হলো এনারা তো ওনাদের ড্রেস বা প্রোডাক্টের বিজ্ঞাপন ও দিচ্ছেন নিজেরা ছবি উঠেই কিন্তু কমেন্ট দাতা রা ম্যাক্সিমাম ওনার সৌন্দর্য দেখে কমেন্ট করছেন। ওনার ড্রেস বা অর্নামেন্ট দেখে নয়।
Nurunnahar Akter – তাহলে উপায় কি বন্ধু?
সৌভিক- বন্ধু তোমায় ক্লাসিফিকেশন করতে হবে।
💜 এই ক্যাটাগরিতে যারা আছেন তারা তোমার সব পোষ্ট কেই গুরুত্ব দিবে।তারা সব কিছুতেউ আগ্রহ পাবে।
তাদের কে বেশি বেশি ফ্রেন্ড লিষ্টে এড করতে হবে বা রাখতে হবে।
😜 এইই ক্যাটাগরি শুধু তোমায় প্রোফাইল এ আছেন তোমায় দেখতে ভবা জানতে।
মজা নিতে তাই সাবধান।
😱 না বোঝা পাবলিক, ফেসবুক চালাইতে হয় তাই চালাই।
সারা দিন ম্যাসেঞ্জারে ব্যাস্ত থাকে।
মাসে বা সপ্তাহে বা দিনে একবার লাইনে এসে গনহারে সব জায়গায় ওয়াও বা লাভ দিয়ে বসে থাকবে।
এমন কি দু:ক্ষের পোষ্টে একটা ছবি থাকলেও ক্যাপশন পড়বে না।
💘 আছেন শুধু ভূল ধরার জন্য ও সমালোচনা করার জন্য।
এনাদের কি করবেন?
Sanchita Basak দিদি- দূর করে দিব।
সৌভিক- না বন্ধু এই মানুষ গুলি তোকে আমাকে সামনে যেতে সাহায্য করে।
Chow Norin আপু- কীভাবে?
সৌভিক- যখন আপনারা নিজেরা থাকেন তখন নিজেদের অনেক সৌন্দর্যের দিকেই খেয়াল করেন না
কিন্তু বাইরে এলে করেন। কারন কি?
Nadira Rahman Dipu আপু- ওমা সবাই আছে তো।
সৌভিক- বিষয় টা এটাই, আপনার সমালোচক দের ভয়ে ও আপননি ভূল কিছু করবেন না এই ব্যাপারে বদ্ধ পরিকর থাকবেন।
এজন্য আমিমি আমার সমালোচক দের সকল কমেন্ট কে সঠিক ও পজিটিভ ভাবে নিই।
🎁 এই ক্যাটাগরি আপনার আইটির পোষ্ট পড়বে, আপনার ব্যাবসায়িক পোষ্ট পড়বে না আবার সব ও পড়তে পারে।
S Naher Shohely আপু- কীভাবে?
সৌভিক- ফেসবুকে যারা আছেন আপনার তারা সবাই ব্যাবসায়ী না, সবাই আইটি স্পেশালিষ্ট না, সবাই লেখক না তাই সবাই সব পোষ্ট্র আগ্রহ দেখাবে না।
এটাই স্বাভাবিক।
আর তাই মূল ব্যাপার হলো এটা নিয়ে মন খারাপ না করে ফ্রেন্ড লিষ্ট টা গে গোছালো বানাতে হবে।
আপনার পাড়ার সুন্দরী পরিবানুকে এড না রাখলেও ক্ষতি নেই কারন তাকে আপনি দেখবেন এমনি তেই।
বরং ৫০০০ মানুষ কে বেছে বেছে এড করুন।
পাবলিক সিভি টাকে মূল্যায়ন করুন
শুভ কামনা সবার জন্য।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *