বাংলাদেশের প্রেক্ষিতে আরো একটি সম্প্রতি ভাইরাল হওয়া খবর হচ্ছে BIP অ্যাপস

সামাজিক যোগাযোগ গুলোর মধ্যে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ,
ইমো এগুলো আমাদের কাছে বেশ জনপ্রিয়। এবং এগুলোর ব্যবহারবিধি আমরা বর্তমানের সবাই প্রায় মোটামুটি জানি।
কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে চোখ খুললেই দেখা যায়
BIP অ্যাপস নামের বিজ্ঞাপন। সম্প্রতি অ্যাপসটি মানুষের মন কেড়েছে।
যারা এখনো জানেন না এই অ্যাপসটি কেন ব্যবহার করবেন তাদের জন্য কিছু টিপস দিচ্ছি এখানে
Bip এপসে যে সমস্ত বাড়তি সুবিধা রয়েছে:-
★ ওয়াটসপের সব সুবিধার পাশাপাশি বড় বড় ফাইল অনায়েসে পাঠানো যায়।
★ অশ্লীল এড তো দূরের কথা, কোনো এডই নাই।
★ এখন পর্যন্ত এর রেটিং 4.4 পয়েন্ট।
★ বড় কোনো অডিও মাঝখান থেকেও শোনা যায়। টানা যায়৷ এই সুবিধা ইমো বা হোয়াটসঅ্যাপে নেই।
★ কীবোর্ড থিম এর সুবিধাও আছে।
★ পার্সোনাল লক সিস্টেম।
★ ১০৬ টি ভাষার অটো ট্রান্সলেট সুবিধা। মানে আপনি আরবীতে লিখলেও অন্যজনের কাছে তা বাংলা হয়ে পৌছুবে।
★ এক সাথে HD কোয়ালিটিতে ১০ জনের সাথে ভিডিও কলের সুবিধা।
এই গুলি আপাতত পাওয়া গেছে এনালাইসিস করে
সামনে আরো বিস্তারিত ভাবে লিখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *