বাজারের ডলার রেটের সাথে এজেন্সির ডলার রেটের পার্থক্য কেন?

এই প্রশ্নটা আপনাদের বলতে সকল উদ্যোক্তার মাথাতেই কমবেশি ঘুরে বেড়ায়।তাই এটা নিয়ে একটু লিখবো।
আজকের হিসাব মতে ১ ডলার সমান বাংলাদেশি ৮৬.৭০ টাকা,অথচ আজকেও আমার বুষ্টিং রেট ১২০/-
এইটা কেন?
দেখুন আপনাকে যদি কেউ রিয়েল ডলার দিয়ে বুষ্ট বা প্রমোট করে দেয় তাহলে তাকে দুইটা জায়গায় Tax দিতে হবে।
১. ব্যাংকে
২. ফেসবুক কে
৮৬.৭০ টাকার সাথে বাংলাদেশ ব্যাংক কাটবে ১৫% ভ্যাট,এখন কত আসছে হিসাব করুন তো।
দেখুন ১৩ টাকা আসে।
তাহলে ১ ডলারের মুল্য হল- ৮৬.৭০+১৩=৯৯.৭০ টাকা
এবার যদি আপনার বিজনেসের জন্য BIN না থাকে তাহলে আপনাকে আরো ১৫% ভ্যাট দিতে হবে।
তাহলে ১ ডলারে খরচ কত আসছে?
৯৯.৭০+১৫= ১১৪.৭০ টাকা
এইবার ভাবেন ডলার রেট কিভাবে ৫০/৬০/৭০/৮০/৯০ টাকা নিয়ে একটা এজেন্সি চালানো সম্ভব?
আমার BIN আছে তাই আমার খরচ ১০০ টাকা,এবং আমি প্রতি ডলারের জন্য নিই ১২০/-
২০ টাকা কেন বেশি নিই?
১. একটা এড ম্যানেজার দিয়ে অনেক এড রান করি,তাই লিগ্যাল এড ম্যানেজার কিনতে হয়।যার মুল্য প্রায় ৩০০০ টাকা।
২. মাসে ৫০০০ ডলার গেলেও আমাকে মিনিমাম ৫ লক্ষ টাকা একসাথে দিতে হয়,আর এই টাকা ওঠে ৬০০/১২০০ এভাবে।
আপনিই ভাবেন,লাভ ছাড়া কেউ কাজ করবে?
৩. সময় ও শ্রম- একটা কাজে যে পরিমাণ এফোর্ট দিই আমি,তাতে ২০/- লাভ করাটা অন্যায় নয় বরং আরো বেশি কেন নিই না সেটাই দেখার বিষয়।
আপনাদেরকে কেউ যদি ১০০ এর কমে ডলার দেয়,আমার সেখানে ডাউট আছেই।
প্রশ্ন থাকলে কমেন্ট করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *