এই প্রশ্নটা আপনাদের বলতে সকল উদ্যোক্তার মাথাতেই কমবেশি ঘুরে বেড়ায়।তাই এটা নিয়ে একটু লিখবো।
আজকের হিসাব মতে ১ ডলার সমান বাংলাদেশি ৮৬.৭০ টাকা,অথচ আজকেও আমার বুষ্টিং রেট ১২০/-
দেখুন আপনাকে যদি কেউ রিয়েল ডলার দিয়ে বুষ্ট বা প্রমোট করে দেয় তাহলে তাকে দুইটা জায়গায় Tax দিতে হবে।
৮৬.৭০ টাকার সাথে বাংলাদেশ ব্যাংক কাটবে ১৫% ভ্যাট,এখন কত আসছে হিসাব করুন তো।
দেখুন ১৩ টাকা আসে।
তাহলে ১ ডলারের মুল্য হল- ৮৬.৭০+১৩=৯৯.৭০ টাকা
এবার যদি আপনার বিজনেসের জন্য BIN না থাকে তাহলে আপনাকে আরো ১৫% ভ্যাট দিতে হবে।
তাহলে ১ ডলারে খরচ কত আসছে?
৯৯.৭০+১৫= ১১৪.৭০ টাকা
এইবার ভাবেন ডলার রেট কিভাবে ৫০/৬০/৭০/৮০/৯০ টাকা নিয়ে একটা এজেন্সি চালানো সম্ভব?
আমার BIN আছে তাই আমার খরচ ১০০ টাকা,এবং আমি প্রতি ডলারের জন্য নিই ১২০/-
২০ টাকা কেন বেশি নিই?
১. একটা এড ম্যানেজার দিয়ে অনেক এড রান করি,তাই লিগ্যাল এড ম্যানেজার কিনতে হয়।যার মুল্য প্রায় ৩০০০ টাকা।
২. মাসে ৫০০০ ডলার গেলেও আমাকে মিনিমাম ৫ লক্ষ টাকা একসাথে দিতে হয়,আর এই টাকা ওঠে ৬০০/১২০০ এভাবে।
আপনিই ভাবেন,লাভ ছাড়া কেউ কাজ করবে?
৩. সময় ও শ্রম- একটা কাজে যে পরিমাণ এফোর্ট দিই আমি,তাতে ২০/- লাভ করাটা অন্যায় নয় বরং আরো বেশি কেন নিই না সেটাই দেখার বিষয়।
আপনাদেরকে কেউ যদি ১০০ এর কমে ডলার দেয়,আমার সেখানে ডাউট আছেই।