Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে।আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিলো- ডি পি বি কর্তৃক আয়োজিত “বিজয় দিবস পন্য মেলাতে”।
আমার লেখা- “অনলাইন উদ্যোক্তার ১০০ দিন” বইটির প্রথম খন্ড নিতে এসেছিলেন, আপনাকে সাথে নিয়ে এসেছিলেন Farhana Nuznin Ulka আপা।
এরপরে উই এর সামিটে আপনাদের সাপোর্ট দেখে আমি সত্যিই মুগ্ধ ছিলাম, দুইটা দিনই আমাকে আপনারা সবাই সময় দিয়েছিলেন,আলহামদুলিলাহ।
আমার কাজ হলো- উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করা, এটা করতে যেয়ে আমি অনেকের কাছেই খারাপ হয়েছি, অনেকের বিজনেস নষ্ট করেছি,কারন হলো- আমি সত্য বলি সব সময়, আপনাকে স্বাবলম্বী হতে বলে, নিজের পকেট ভারী করিনা, বরং আমি আপনাদের উপকারে কাজ করি সাথে নিজের স্বপ্ন পূরনে কাজ করি।
এর বিনিময়ে, আমার সংসার চলে, আল্লাহ পাক সমাজের বুকে আমাকে সম্মানীত করেছেন, সম্মান দিয়েছেন, যশ দিয়েছেন, খ্যাতি দিয়েছেন, পরিচিতি দিয়েছেন, আলহামদুলিলাহ।
এইজন্য, কারা আমাকে খারাপ বলছে সেটা নিয়ে আমি ভাবিনা, আমি সবাইকে বিজনেসের সঠিক জ্ঞান দিয়ে চেষ্টা করছি এবং সবাইকে সেইটা নিয়ে এগিয়ে যতে সাহায্য করছি।
সেই ধারাবাহিকতায়- সত্যি বলতে উই আর ডি এস বি থেকে যত মানূষের সাথে আমার এজেন্সি কাজ করে, তারা সবাই যদি রিভিউ দিতো- তাহলে সব দিনেই অন্তত ২০-৪০ টার মত রিভিউ আসার কথা।
আমার নামেই ৬০০০+ রিভিউ হতে পারতো, কিন্তু অনেকেই আছেন,আমাকে মান্য করেন কিন্তু কোন গ্রুপে বা আমার পেজে কিংবা তার নিজের ফেসবুক ওয়ালেও রিভিউ দেয়না, সেখানে আপনাকে ব্যাতিক্রম পেলাম।
আপনি যেটা করেছেন এটা হলো- বিজনেস কোলাবোরেশন।এইটা একটা ভালো দিক,গতকাল আপনার রিভিউ পেয়ে আমাকে ২০+মানুষ ম্যাসেজ করেছেন, এইটাতে আপনার সাথে সাথে আমারও কিছু উপকার হয়েছে,এইটা অনেকেই মানতে পারেনা কিংবা করতে চাইনা।
তবে, যারা আমাকে জারা আপুর সফলতা দেখে ম্যাসেজ দিচ্ছেন তাদেরকে বলতে চাইছি- ” আমার স্যাটিসফিকশন অনুযায়ী উনি এখনো সেই জায়গায় আসেন নি। এলে আমি নিজেই সবার সামনে আপুকে সম্মানীত করবো।একজন মায়ের যুদ্ধ জয়ের গল্প আমি নিজেই শোনাবো সবাইকে।সেইজন্য আপু সহ সবাইকেই ধৈর্য্য রাখতে হবে।”
আপুর পেজের অবস্থান একদিনে তৈরি হয়নি, আপনাদের ও উচিত সময় নিয়ে আমার কাছে আসার,কারন আমি কোন রকেট সায়েন্স জানিনা কিংবা আমার বড় ফ্যান বেইজ দিয়ে অনেক সেল ও করাতে পারিনা।আমি শুধু প্রসেস মেনে কাজ করি, বাকিটা আমার রবের দয়া ও নেয়ামত।