Product – Jewellery
Monthly Ads Cost – 150$
Monthly Operational Cost – 30k
Total Order – 188
Net Profit – 1,01, 480 tk
আজ থেকে ঠিক ২ বছর আগেও এই চেহারাগুলি ঠিক এমন ছিলোনা।আমাদের উদ্যোক্তাদেরকে নানাভাবে সব ভুল শিক্ষা দিয়ে,গ্রুপগুলো বড় করার ধান্দায় আর নিজেদেরকে বড় প্রমাণের চেষ্টায় ক্ষতি করা হতো।
অনেকের ধারনা গত আগষ্টের পর থেকে বদলেগেছে চিত্র কিন্তু আসলে বদলাতে শুরু করেছে মুলত ২০২২ থেকেই কিন্তু এই বদলে যাবার এই অবাধ জোয়ার টা চালু হয়েছে গত বছরের আগষ্টের পর থেকে।
উপরের হিসাব টা একটা জুয়েলারি বেইজ পেইজের।মাসের শুরুতে আমরা রাত জেগে এই তথ্যগুলি নিয়ে কাজ করি।কারন,আমার কাছে আমার সফতাটাই তো নির্ভর করে- এই সবার উন্নতিতে।
এই পেজে আমরা কাজ শুরুর পর থেকে কখনোই লস করিনাই,আলহামদুলিল্লাহ। একটা সময়ে দিদি সেলস নিয়ে লার্জ স্কেলে ভাবতে পারেন নি আর এখন তিনি কাজ গাইড করা নিয়ে ব্যাস্ত থাকেন আর নতুন নতুন ডিজাইনে ঘর ভরেছেন।আমরা টার্গেট করেছি শুধু এই কাজের জন্যই আমরা আলাদা একটা বাসা নিয়ে নিব (দিদির প্ল্যান) আর সেখান থেকেই চলবে কাজ।
এই রকম স্টোরি শেয়ার করতে থাকলে অনেকেরই মাঝে ভুল ধারনা আসবে যে,এড দিলেই সেল হয় বা বুস্ট করলেই এমন লাখ টাকার মালিক হওয়া যায়।
তাহলে আমি বলবো,আপনি ভুল জায়গায় আছেন।এই যে ব্যাপারগুলি ঘটে,এর পিছনে অনেকগুলি বিষয় আছে আর অনেক এনালাইসিস আছে।রাত জাগার অনেক গল্প আছে।
এইভাবে পোস্ট কেন দিই জানেন?
আগে বিভিন্ন গ্রুপের লিডাররা আপনাদেরকে ব্যবসা না শিখিয়ে,একটা ভুলের মধ্যে বোতলবন্দী করে নিজে বিজনেস করেছেন আর এখন কিছু পাবলিক এসেছে যারা বিভিন্ন প্রকার লোভ আর ভয়ের ফাঁদ পেতে আপনাদেরকে সর্বশান্ত করে শেষ করছেন।
আমার সাথে কেউ এসব দেখে কাজ করতে আসবেন না।আমার সাথে কাজ করতে চাইলে মিনিমাম ৬ মাস আপনাকে টাকা ঢালার মত মানসিক চিন্তা নিয়ে আসতে হবে।আর এক বছরে বিজনেস থেকে টাকা না তোলার মানসিকতা নিয়ে আসতে হবে।
যাদের আজ এসে কালই ইনকাম করা লাগবে,তাদের জন্য আমার কোন কিছুই কাজ করবেনা।কারন,আমি স্টেপ বাই স্টেপ কাজ করি এবং সেভাবেই গাইড করি।
আমার কাছে, One little step at a time can make a big change in future. কথাটাই প্রিয়।
আমি অনেক বড় স্বপ্ন দেখিয়ে অনেক বড় ধাক্কা দিই না কাউকে।
Stay focused & be consistent all the time.
আমার Facebook Marketing & Branding for SME ক্লাসে আমি এগুলিই শেখায়।যার শেখার মক্ত সময় নেই,তার তো আসলে বড় হবার ইচ্ছেটাই নেই।