পুরো দুনিয়ার ৯০% মানুষের কাছে রয়েছে ১০% টাকা আর বাকি ১০% মানুষের কাছে রয়েছে ৯০% টাকা।মজার ব্যাপার হলো- এই ৯০% টাকা যে ১০% মানুষের কাছে আছে।তারা সবাই ব্যাবসায়ী।
এইকথা শোনার পরে,আপনার সিধান্ত হয়তো এমন যে- আমিও বিজনেস করবো।ভালো সিধান্ত অবশ্যই।এখন আপনার কাজ কি?
১. নিজের জমানো টাকাগুলি সব এক জায়গায় করবেন।
২. বিজনেসের বাজেটের জন্য লাগলে ধার করবেন কিছু আপনার বন্ধু-বান্ধবদের ও আত্নীয়-স্বজনদের নিকট থেকে।
সেটা আপনি চাইলে করতেই পারেন,তবে আমি বলবো- এমন যারা ভেবেছেন তারা ভুল।
এত টাকা বিনিয়োগ করার পরে যদি আপনার মনেহয় যে আপনি ভুল পথে এসেছেন কিংবা আপনার ইনভেস্ট করাটা ভুল হয়েছে তখন কি হবে ভাবেন?
এই ভাবনাটা আগে থেকেই ভেবে নিয়ে আপনার উচিত, প্ল্যানিং আগে করা,রিসার্স আগে করা।এরপরে যে সেক্টরগুলির ফিউচার ভালো,সেগুলির তালিকা করুন।এরপরে ঐ তালিকার মধ্যে,আপনার আগ্রহ,আপনার স্ট্রেংথের জায়গা ঠিক করুন।