বাংলাদেশে যারা বিজনেস শুরু করে,তাদের মধ্যে ৯০% মানুষ ব্যার্থতার বৃত্তে আবদ্ধ থেকে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে চাকুরী নামের একটা সেইফ জোনে থাকতে চাই বলেই এখনো এই দেশে স্টার্টআপদের সুনাম নেই এবং এখনো বিজনেস করে শুনলে একটু বাঁকা চোখে তাকায়।
এইদেশে ব্যাবসায়ীদের মাঝে বা যারা এইদিকে আগ্রহী তাদের মাঝে একটা বিরাট ভয় কাজ করে,এটা ভেবেই যে- আমি ফেইলিওর হলে,আমার কি হবে?
একটা ডেটা দিচ্ছি,আপনাকে আরো ভাবিয়ে তুলবে।২০২৩ সালে বাংলাদেশে ১,৬৭,০৭৬ টি নতুন স্টার্টআপ তৈরি হয়েছে, যা গত বছরের চেয়ে ৭.৫% বেশি।
চিন্তার বিষয় হলো- স্টার্টআপদের মধ্যে ৯৪% আবার বছর শেষে ঝরে যাচ্ছে এবং ফ্রাস্ট্রেটেড হয়ে দিক-বিদিক ঘুরছে।
কেন জানেন?
সঠিক গাইডলাইন ও সঠিক নলেজের অভাবে।