বিজনেস টিপস – ০৪

যারা নতুন করে বিজনেস শুরু করতে চাইছেন,তাদেরকে গাইড করার জন্য আমি মুলত এই টিপসগুলি দিচ্ছি।প্রতিদিনে নতুন শুরু করতে চাইছেন যারা তাদের জন্য থাকবে একটি টিপস আর যারা আগে থেকেই আছেন তাদের জন্যও থাকবে একটি টিপস।
যারা এখন নতুনভাবে শুরু করতে চাইছেন,তারা আগে রি প্রশ্নগুলির উত্তর বের করে খাতায় নোট করবেন,একেবারে নতুন খাতা বা ডায়েরির পাতায়।
১. কেন বিজনেস করতে চাইছি?
২. কি নিয়ে কাজ করতে চাইছি?
৩. কেন এই প্রোডাক্ট নিয়েই কাজ করতে চাই?
৪. এই প্রোডাক্টের জন্য কি আমি মার্কেট রিসার্স করেছি?
৫. আমার টার্গেটেড কাস্টোমার কারা?
এগুলির উত্তর বের করে,আপনি নিম্নোক্ত উদ্দেশ্যগুলি সেট করুন-
✅ Relationship Goal
✅ Personal Goal
✅ Professional Goal
✅ Dream
Write Down Your Dream again.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *