নিশ সিলেকশন করা
ব্যবসায়ের অন্য সব প্রাথমিক কাজ শেষ। এখন আপনার দ্বায়িত্ব হলো- নিশ সিলেকশন করা।নিশ মুলত কি?
সহজভাবে এবং নিজের ভাষায় বললে বোঝায়, আপনার বিজনেসের জন্য একটি নিদৃষ্ট সেবা বা পন্য সিলেকশন করা।
ম্যাক্সিমাম মানুষের ভুলটা এখানেই হয়ে যায়।আমরা যদি কেউ কাপড় নিয়ে কাজ করতে চাই,তাহলে সে একাই শাড়ি, থ্রিপিস, ওয়ান পিস, টু পিস, হিজাব ইত্যাদি সবকিছু নিয়ে কাজ শুরু করতে চাই।
এখানে সমস্যা হলো- হুট করেই আপনার পক্ষ্যে একসাথে এতগুলি বিষয়ে হাইলি স্কিলড বা খুব দক্ষ হওয়া অসম্ভব আমি বলবোনা বরং বলবো যে, কঠিন।আপনি একইসাথে এতগুলি প্রোডাক্টের জন্য প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট সোর্স করা, কাস্টোমার বেজ তৈরি করা, মার্কেটিং ক্যাপাসিটি বিল্ড করাকে যদি খুব সহজ ভেবে থাকেন,তাহলে সেটা আপনার অনেক বড় ভুল।
তাই সবার আগে একটা নিশ সিলেক্ট করুন।অনেক বিষয়ে দক্ষ হলেও একটা নিশ বাছাই করুন।যেমন ধরুন, আপনি খুব ভালো খাবার বানাতে পারেন তাই সব আপনি বানাতে চান,তাহলে আপনার ভুলটা সেখানেই।
আপনি শুরুতেই বেছে নিন যে,রান্না করা খাবার তৈরি করবেন নাকি ফ্রোজেন তৈরি করবেন?
উত্তর বের করে তারপরে ডিসাইড করেন যে, বিরিয়ানি বানাবেন নাকি চিকেন কাটলেট।
যেটা আপনার নিশ সিলেক্টেড হলো,এখন সে স্পেসিফিক প্রোডাক্ট নলেজ, মার্কেট রিসার্স করা, কাস্টোমার কারা সেটা সিলেকশন করে ফেলুন।