নাম সিলেকশন- ব্যাবসায়ে নিশ সিলেকশন করা হয়ে গেলে নাম সিলেকশন করুন। অনেকের অবস্থা এমন হয় যে, নাম রাখা তো কোন ব্যাপার না।আমি আমার নামে রাখবো ওমুক ফ্যাশন,তমুক ফ্যাশান ইত্যাদি অথবা আমরা এভাবে নাম রাখি, আমিতো বিরিয়ানি সেল করি, তাহলে নাম হবে- ওমুক বিরিয়ানি হাউজ, তমুক কাচ্চি প্রভৃতি।
নাম সিলেকশন করাটা খুবই ভাইটাল ইস্যু।যদি আপনি লং টাইম বিজনেস করতে চান তাহলে আপনাকে এটার দিকে নজর দিতে হবে খুব সিরিয়াস ভাবে।
সবার আগে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে- আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে যাচ্ছেন, Food, Clothing, IT, EEE, Groceries etc.
ক্যাটাগরি চয়েজ হয়ে যাবার পরে,আপনার কাজ হলো- এমন একটা নাম খুঁজে বের করা যেটা আপনার ফিউচার প্ল্যানের সাথে যায়।
নাম অনেক সিলেক্ট করতে পারবেন কিন্তু ডোমেইন ফ্রি না থাকলে সেই নাম রাখা উচিত না।কেননা ডোমেইন না কিনতে পারলে আপনি ঐ নামে ব্যাবসার বৈধতা পাবেন না।
নাম সিলেকশন খুব ভাইটাল পার্ট,নিজে না পারলে এক্সপার্ট কারো থেকে নাম সিলেকশন করে নিবেন। তবে মাথায় রাখবেন- কোন কিছুই ফ্রী আশা করবেন না।