টপিক- নাম সিলেকশন করবেন যেভাবে।
অনেকেই ভাবেন নাম সিলেকশন করা আর এমন কি কাজ কিন্তু এখানেই আপনার ক্রিয়েটিভ চিন্তার সংমিশ্রণ নিহিত। কেননা এই নামের উপরে অনেক কিছুই ডিপেন্ড করছে।
নাম সর্বোচ্চ ৬-১৩ ক্যারেক্টারের মধ্যে রাখবেন।কেননা SEO করতে সুবিধা হবে ও মার্কেটিং ব্যয় কমে যাবে আজীবন।
যেমন- ICT CARE, Amazon, Alibaba, etc.
নাম বাংলায় না রাখার চেষ্টা করবেন।কেননা বাংলা নামের ডোমেইন হয়না।ডোমেইন সব সময় ইংরেজীতে হয়।
আর বাংলা নামের ইংরেজী মানে বাংলিশ করলে খুবই বাজে দেখায়।
নাম সহজবোধ্য ও বিজনেস কে প্রেজেন্ট করে এমন রাখবেন।মানুষ যদি উচ্চারণ না করতে পারে,তাহলে আপনার সেই নাম রাখার যথার্থতা নেই।
ডোমেইন ফ্রী না থাকলে সেই নাম তালিকা থেকে আগেই বাদ দেয়া উচিত।কেননা ঐ নামে নিলেও আপনার ডোমেইন কেনা হবেনা।
নিজের নামে নাম দেয়া উচিত।নিজের নাম তখনই দেয়া যাবে,যখন আপনার ঐ নামের সাথে ছোট্ট করে SEO Freiendly কিছু দিতে পারবেন।
যেমন- Abida’s Zone, Zahra’s kitchen, এই নাম দুইটিতে শেষ শব্দগুলি মুলত Keyword. আর এই Keyword থাকার কারনে আপনি এমন নাম দিলে সমস্যা হবেনা।
আবার, Wardrobe, attire, House এগুলি Clothing Keyword নয়।তাই এমন নাম এভোয়েড করাটাই ভালো।
সুন্দর,মার্জিত,গোছালো এবং উচ্চারন সহজ এমন ন্মা রাখবেন সব সময়।
যেমন- Easy Sodai, Needs Eatry, etc.
Hygienic, Original, Pure এমন শব্দগুলি এভোয়েড করার চেষ্টা করবেন, নাম রাখার ক্ষেত্রে। Google এগুলিকে নিজে থেকে ডিসাইড করে,আপনি বলে দিলে সেটা ফেইক ই থাকবে মুলত।