টপিক- কাজ শুরুই হবে ডোমেইন কেনা দিয়ে।
আপনার বিজনেস প্ল্যানিং করা শেষ,নিস সিলেকশন শেষ, নাম রাখাও শেষ, প্রোডাক্ট নলেজ কিংবা মার্কেট রিসার্স চলমান প্রক্রিয়া তাই আপনার মুলত কাজ শুরুই হবে এই ডোমেইন কেন নিয়ে।
ডোমেইন কেনার অর্থ হলো- আপনি আপনার উদ্যোগের নামের রেজিষ্ট্রেশন সম্পন্ন করলেন।আগামী ১ বছরের জন্য ঐ নামের মালিক আপনি।
ডোমেইন কেন কিনবো?
অনেকেই ভাবেন যে, এখনই ডোমেইন কিনবোনা।বিজনেস একটু দাঁড়ালে আপনি ডোমেইন কিনবেন বলে ভাবছেন কিন্তু একবার ভাবুন যে, বিজনেস করে সেটার একটা ব্রান্ড ভ্যালু তৈরি হয়েছে।এখন যদি ডোমেইন ফ্রী না থাকে তাহলে ঐ ব্রান্ড ভ্যালু তো জিরো।
ডোমেইন কিনতে কি কি লাগে-
আপনার নাম-
আপনার মোবাইল নাম্বার-
আপনার ইমেল এড্রেস-
আপনার ডোমেইন নাম-
আপনার এড্রেস-
ডোমেইন কিনতে কত টাকা খরচ হয়?
এখন ডলার রেট বেড়ে যাওয়াতে মুলত ১৩৫০-১৫০০ টাকার মত লাগে, এক বছরের জন্য।এক বছর আবার রিনিউ করতে হয়।মুলত যে দামে কেনা হয় সেই মুল্যই লাগে,ডলার রেট বেড়ে না গেলে।
এক বছর পর আবার কি হবে?
ডোমেইন মুলত নামের অনলাইন নিবন্ধন। তাই এটাকে প্রতিবছর নিবন্ধন করতে হবে।অন্যথায় এটি ফ্রী থাকলে যে কেউ এটার নিবন্ধন নিয়ে নিবে।
বিজনেসের শুরুটাই হলো ডোমেইন কেনা দিয়ে।মাসে ১০০-২০০ টাকা যে ব্যাক্তি তার নিজের সৃষ্টির পিছনে খরচ করার মত সাহস রেখে কাজ করতে পারেনা,সে আসলে নিজের উপরেই কনফিডেন্ট নয়।