বিজনেস টিপস- ১০

টপিক- লোগো, কভার, প্রোফাইল ইমেজ তৈরি করা।
অনেকেই আছেন নাম সিলেক্ট করেই আপনারা ফেসবুক পেজ খুলে ফেলেন অথচ এটা একটা বড় ভুল।কারন, শুরুতেই একেবারে কোন ফর্মালিটিস ছাড়া ফেসবুক পেজ খোলা মানে নিজেই নিজের পেজের রিচ টার বারোটা বাজানো।
মনে করুন,আপনার এলাকায় একটা দোকান চালু হলো- যেখানে সাজানো নাই,কোন ডেকোরেশন নাই,ব্রান্ডিং নাই, মালামাল নাই অথচ ওপেন করা হলো।সেটা যেমন আপনার নজরে আসবেনা ঠিক তেমন হবে আপনার এই ফেসবুক পেজ।
Step 1- Buy a Domain
Step 2- Create a Logo
Step 3- Create a Facebook Profile image
Step 4- Create a Facebook Cover image
Step 5- Create a png format of your logo
Step 6- Placed logo png on your product images.
একটা পেজ ওপেন করার আগে এই কাজগুলি আমি কেন করতে বলছি দেখুন-
পেজ খোলার সময়েই আপনার প্রোফাইল ইমেজ ও কভার ব্যানার আপলোড করে দেয়া লাগে।আপনি চাইলে পরেও দিতে পারেন কিন্তু কেন এগুলি আগেই লাগবে বা দেয়া উচিত সেটার ব্যাখা দিয়েছি।
ফেসবুক পেজ খোলার পরেই নিয়ম মেনে পোস্ট করা শুরু করতে হয়।সেখানে লোগো ছাড়া ছবি পোস্ট করা উচিতই নয়,এগুলির ব্যাখা তো আমার অন্য পোস্টে আছে।
এজন্যই আপনার উচিত হলো- আগে এই কাজগুলি করে নেওয়া এবং এরপরে ফেসবুক বিজনেস পেজ ওপেন করা।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *