বিজনেস টিপস – ১১৬

Motivation vs Discipline
আমরা অনেকেই মোটিভেশান না পেলে কাজ করতে পারিনা ইভেন শুরুটাও করতে পারিনা।আমার মনেহয়, জীবনে এই মোটিভেশানের দরকার আছে তবে আমাদেরকে জানতে হবে যে, মোটিভেশান আপনাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করলেও আপনাকে গ্রো করাতে পারবেনা।
সামনে এগিয়ে যাওয়া আর গ্রো করার কি পার্থক্য?
আছে পার্থক্য অনেক।সামনে এগিয়ে যাওয়া মানে, একই রাস্তায় আপনি অনেকটা পথ পাড়ি দেয়া আর গ্রো করা হলো- উপরে ওঠা।উপরের সিড়িগুলিকে আনবক্স করে ফেলা।
আপনি যদি ডিসিপ্লিনের মধ্যে থাকেন,তাহলে এই উপরের সিড়িগুলিকে আনবক্সিং করতে পারবেন।কষ্ট হবে কিন্তু আপনার লক্ষ্য অর্জন করতে চাওয়ার সিড়িটা অনেক টেকশই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *