ব্যার্থতা আসলে কিন্তু ব্যার্থতা নয়
কথাটা আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু এটাই সত্যি।একটু টমাস আলভা এডিসনের গল্পটার দিকেই তাকান।স্যার ৯৯৯ বার একটি বাল্প জ্বালাতে ব্যার্থ হলেন তবুও তিনি চেষ্টা করা ছেড়ে দিলেন না।
১০০০ তম বারে যখন বাল্পটি জ্বালাতে তিনি সফল হলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিলো যে,আপনি কিভাবে ৯৯৯ বার হেরে যাবার পরেও কাজ করার আগ্রহ পেলেন?
উত্তর এলো- আমি আসলে ব্যার্থ হইনি বা হেরে যাইনি।আমি প্রতিবারই জেনেছি,এটা না জ্বলার কারনটা কি।আমি ৯৯৯ বারে মোট ৯৯৯ টা কারন জানতে পেরেছি।
এই গল্পটাই আমাদেরকে শিক্ষা দেয় যে,কোন উদ্দেশ্যকে সামনে রেখে কাজে নামলে আমাদের উচিত সব বাঁধা বিপত্তি আর সমস্যাগুলি কাটিয়ে উঠে,সামনের দিকে এগিয়ে যাওয়া।
আসুন থেমে না যেয়ে নিজেকে মোটিভেট করে ডিসিপ্লিনের সাথে কাজ করে এগিয়ে যায়।