3D’s টা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে,এগিয়ে যাবার বেলাতে।প্রতিটি মানুষের জীবনেই এই তিনটা ডি এর গুরুত্ব অনেক।
D – Dream
D – Discover
D – Do
নিজে আগে স্বপ্নটাকে দেখতে হবে।এরপরে সেটাকে খুঁজতে হবে এবং খুঁজে পাবার জন্য কাজ ও করতে হবে।মুলত ব্যাপার টা হলো-
“স্বপ্ন দেখুন,নিজেকে আবিষ্কার করুন আর স্বপ্নটাকে বাস্তবায়ন করুন।”