রিভিউ পেতে ভালো লাগে কিন্তু রিভিউ দিচ্ছি তো?
হ্যাঁ,অনলাইন বিজনেসে রিভিউ ব্যাপারটা অনেকটাই অফলাইন বিজনেসের Word of mouth মার্কেটিং এর মত।আমরা সবাই রিভিউ পেতে পছন্দ করি কিন্তু রিভিউ দিই না।আপনি শুধু পেতেই চাইবেন কিন্তু দিবেন না।এটা আসলে হতে পারেনা।
আমাদের সকলেরই উচিত,পন্য কিনলে সেটার রিভিউ দেয়া এবং অন্যদেরকে রিভিউ দিতে উৎসাহিত করা।
অথেনটিক রিভিউ আসলেই বিজনেসের পরিধি বা ব্যাপ্তি বড় করতে সাহায্য করে।