আমি-আপনি,প্রতিনিয়ত যে জিনিসগুলি খরচ করছি,তারমধ্যে সবচেয়ে দামী হলো- “সময়”।
আমাদের ভবিষ্যৎ অবস্থান কোথায় হবে সেটিও নির্ধারিত হয় এটার উপরে যে,আমরা আককের সময়টা কিভাবে কাটাচ্ছি সেটার উপরে।
সময়ের সঠিক ব্যবহার করুন।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- কোথায় শুরু করবেন সেটা না জেনেও করা যাবে কিন্তু কোথায় শেষ করবেন সেটি জানা প্রয়োজন।