1. Value Creation – আমি যে প্রোডাক্ট বা সার্ভিস দিতে চাইছি,সেটা কি মানুষের কাজে আসবে?
2. Marketing – প্রতিবছর শুধু শিশুদের জন্য বানানো প্রোডাক্টের পেছনে মার্কেটিং ব্যয় হয়- ১৭০০ কোটি মার্কিন ডলার।
3. Sales – Create Trust, Create awareness, be clear to all, Create impression.
4. Value Delivery – কথা ও কাজের মিল রাখা।ভালো মার্কেটিং এর জন্য একটা খারাপ প্রোডাক্টকে আপনি প্রাথমিকভাবে অনেক সেল করতে পারবেন কিন্তু সেটি টিকবেনা।
5. Finance- যে প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করছেন সেটা সেল করে আপনার প্রফিট হচ্ছে কিনা সেটা বের করুন সব সময়।
আপনাকে এমন কিছু তৈরি করতে হবে,যা মানুষের কাজে লাগবে।এটা না করতে পারলে সেটাকে বিজনেস না বলে, বলা যেতে পারে- আপনার শখ।
ব্যাবসা হলো এমন একটা জিনিস,যার মাধ্যমে আপনি মানুষের সত্যিকারের কাজে লাগে এমন প্রোডাক্ট বা সার্ভিস দেন।আর সেই প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য মানুষ আপনাকে টাকা দিতে উন্মুখ থাকে।