বিজনেস টিপস- ২০

আপনার মধ্যে যদি ফোকাস এবং সিমপ্লিসিটি থাকে,তাহলে আপনি একদিন পাহাড়ের চুড়াতে পৌছে যাবেন।”- স্টিভ জবস
কথাটি স্টিভ জবস বলেছেন বলেই হয়তো অনেকে মানবেন।কেন জানেন?কারন উনি নিজেকে সেই মাউন্টেইনে নিয়ে যেতে পেরেছেন।

আমরা সবাই সফলতার শীর্ষে উঠতে চাই কিন্তু আমাদের ফোকাস ঠিক থাকেনা আর থাকেনা সিম্পলিসিটি।আমরা একটুখানি প্রাপ্তিতেই অহংকারে আছন্ন হয়ে যায় আর এই কারনেই বলা হয়- সফলতা তখনই আসবে, যখন তোমার মধ্যে কোন কিছু শিখতে গেলে ইগো কাজ করবেনা এবং সকল প্রাপ্তির পরেও তোমার মধ্যে হামবলনেস কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *