যখন আপনি কাজ শুরু করবেন, তখন স্বাভাবিকভাবেই অন্য সময়ের চেয়ে একটু বেশি ব্যাস্ত হয়ে যাবেন এবং এই সময়ে সার্কেলের সকলের নিকট আপনাকে এক ধরনের টিপ্পনী কাটা কথা শুনতে হবে।
আরেহ বাহ, ও তো এখন অনেক ব্যাস্ত।ওকে পাওয়া যাবেনা।কেউ আবার বলবে-কি অবস্থা? সারাদিন এত ব্যাস্ত থেকে লাভ কি হলো? কত টাকা ইনকাম করতে পারলে/পারলি/পারলেন?
এই কথার উত্তর দেবার নেশাতেই আমাদের ম্যাক্সিমাম উদ্যোক্তা শর্টকাট খোঁজেন আর সেখানেই বাধে বিপত্তি। কারন-” বিজনেসে কোন শর্টকাট নেই”।
মনে রাখবেন-” আপনি যদি ইন্সট্যান্ট কিছু ফিডব্যাক পেতে চান, তাহলে চাকুরী করুন এবং আপনার উচিত চাকুরী থেকে উন্নতি করে টাকা ইনকামের পরিমান বৃদ্ধি করা।আর যদি, লং টাইমের জন্য ভালো কিছু চান, তাহলে বিজনেস করুন এবং সময় নিয়ে পরিশ্রম করুন।এটা একটা প্রসেস,দ্রুত সফলতা আসেনা।”