ই পোস্টে আমি বিজনেস না করার টিপস দিব।অবাক হতেই পারেন এটা ভেবে যে,বিজনেস টিপসের টাইটেলে কোন কন্টেন্টে কিভাবে আমি এটা বলতে পারি?
আমি পারি,কারন- যারা ভাবেন, আমার কাছে ৯-৫ টা চাকুরী ভালো লাগেনা তাই আমি উদ্যোক্তা হতে চাই কিংবা আমার লেখাপড়া ভালো লাগেনা তাই ব্যাবসা করবো,তারা একটু দেখেন-
চাকুরীতে ৯-৫ টা থাকলেও একটা ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা,কারো কাছেই এমন নিদৃষ্ট কোন শুরু ও শেষের সময় নেই।
চাকুরী পাবার পরে,ম্যাক্সিমাম মানুষেরই আর লেখাপড়ার দরকার পড়েনা কিন্তু একজন উদ্যোক্তার লেখাপড়া কখনোই কমেনা।
একজন চাকুরীজীবির চেয়ে অনেক গুনে বেশি লেখাপড়া করা লাগে উদ্যোক্তাকে।
চাকুরী করলে সকল সরকারি ছুটি ও বন্ধের দিনে আপনার শান্তি লাগবে এবং আপনি খুশি হবেন কিন্তু ব্যাবসায়ী কিংবা উদ্যোক্তা হলে আপনার কাছে এই ছুটু উপভোগ্য হবেনা।
একজন চাকুরীজীবির চেয়ে অনেক বেশি দ্বায়িত্ববোধ থাকতে হয় একজন উদ্যোক্তার।এমন অনেক আওময় আসবে যে, আপনার বিবাহ বার্ষিকী কিংবা বাচ্চার জন্মদিনের পার্টি কিংবা কোন কাজিনের বিয়ের পার্টি,অথচ আপনাকে একটা কাজ ডেলিভারি করতেই হবে ঐ দিনে।
যারা উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী হবার জন্য আগের টিপসগুলি ফলো করলেন এত,তারা এইবার ভেবে তারপরে সিধান্ত নিবেন – উদ্যোক্তা হবেন কিনা?