সব বিষয়ে সমান জ্ঞান রাখা সম্ভব না,ইভেন আপনি যদি ঐ সল্প জ্ঞান আপনার নিজের উপরে এক্সপেরিমেন্ট করে নিজে ঠকেন,তাহলেও আমি সমস্যা দেখিনা কিন্তু আপনার ঐ সল্প জ্ঞান নিয়ে যদি আপনি অন্য কারো উপরে এক্সপেরিমেন্ট করে তার লাইফের কোন প্রকার ক্ষতি করেন তাহলে আপনি নিশ্চিত অপরাধী।
যে বিষয়ে জ্ঞান অল্প, সেই বিষয়ে চুপ থাকাটাই শ্রেয় অথচ আমরা মুখে এটা বলি আর বাস্তবে করি উল্টা।শুধু এই একটা কারনে পথে বসেছে হাজার হাজার উদ্যোক্তা। বাস্তব জীবনেও এর প্রভাব কম নয়।