যখন আপনি কারো জন্য একটা পথ ওপেন করতে চাইবেন তখন সেই পথের সহযাত্রী পাবেন না স্বাভাবিক,কেননা আপনিই তো পথটা চেনাতে চাইছেন।
এমন সময়ে কাউকে পাশে না পেয়ে যদি আপনি পথের যাত্রা থামিয়ে দেন,তাহলে নেতৃত্ব তো আপনার জন্য নয়।নেতারা পথের সৃষ্টি করে,অন্যের দেখানো পথে হাঁটেনা।
এত চিন্তার কিছুই নেই,শুরুতে কেউ পাশে থাকেনা।কাজে ফোকাস থাকলে আর লক্ষ্য অর্জন করতে পারলে,পাশে থাকার মত মানুষের অভাব হবেনা।