খারাপ সময়ে কাউকে অভিযোগ না করে,নিজেকে নিয়ে কাজ করুন।জীবন একটি রুটিনে চালানো উচিত কিন্তু মাঝে মাঝে সেটা ব্রেক করে দিতে হয়। সবকিছু থেকে ব্রেক দিয়ে একান্তই দিক বিদিক কিছু করুন,শান্তি না পেলেও খারাপ লাগবেনা।