সফল হবার পরেই ব্যার্থতার গল্প কিংবা স্ট্রাগলটা সবাই জানতে চাই,দেখতে চাই।কিন্তু সফলতা আসার আগে আপনার কাজটাকে মুল্যায়ন করার মত মানুষ পাওয়াই দ্বায়।
আপনার শুরুর পর্যায়ে কাউকে পাবেন না,কেউ আপনাকে বুঝবেনা এটা মেনে নিয়েই কাজ করেন।স্বপ্নটা আপনার তাই সেটা পুরণের জন্য সবচেয়ে বেশি কষ্ট আপনাকেই দেখতে হবে।
এটাই সত্যি,এটাকে যত দ্রুত মেনে নিবেন ততই ভালো হবে।