কথাটার মিনিং হয়তো অনেকেই বুঝতে পারবেনা। বুঝতে হলে অবশ্যই জানতে হবে- বুষ্টিং জিনিসটা আসলে কি?
বুষ্টিং বলতে সাধারণত পোস্ট বুস্ট করা বোঝায়।পোস্ট বুস্ট করলে আপনার পোস্ট এবং ছবি এর রিচ বাড়বে অর্থাৎ পেইজে নেই এমন মানুষও আপনার পোষ্ট দেখতে পাবেন।
সেল পোস্ট হলে সেটিকে বুস্ট করলে সেল অনেক গুণ বৃদ্ধি পাবে,ব্যাপারটা একেবারেই এমন না। বুস্ট করা হয় পেইজে নির্দিষ্ট কোনো ছবি বা পোস্ট মানুষের কাছে ছড়ানোর জন্য বা বিক্রি করার জন্য।
বেশিভাগ উদ্যোক্তাদের মনে প্রশ্ন থাকে যে, কত ডলার বুস্ট করলে ভালো হবে?
উত্তরটা খুবই সহজ আপনার ইচ্ছা, আপনি কত ডলার বুস্ট করতে চাচ্ছেন।
তবে, বুষ্টের একটা নিয়ম আছে তা হলো আপনি চাইলে সর্বনিম্ন ৫ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ আপনার ইচ্ছামত ডলার বুস্ট করতে পারবেন।