ঈদের সময়ে সবাই একটা ভালো সেল করতে চাই,এতে দোষের কিছু নেই কিন্তু ব্যাপার হলো- এই সময়ে সবাই এসে হামলে পড়েন।যারা সারাবছর কাজ করেন না তারাও এসে পেইড মার্কেটিং করেন আবার যারা সারাবছর কাজ করেন তারা তো আছেনই।
এই কারনেই চাপ হয়ে যায় অনেক আর এই চাপেই চিয়ারে চ্যাপ্টা হয়ে যান Small Entrepreneurs রা।তবে Medium Entrepreneurs দের বাজেট একটু বেশি থাকায় এই সমস্যা থাকেনা।
এদিকে বড় ভড় ব্রান্ড গুলিও তাদের পেজ থেকে বিগ বাজেটে এড রান করতে থাকে।এইজন্যই আমি বলি- কোন সিজনকে বা কোন ইভেন্ট কে টার্গেট করতে হলে মিনিমাম ২/৩ মাস আগে থেকে ময়দানে নামতে হয়।
এড আসলে একটা মহাসাগরীয় অবস্থা তাই এখানে এসে সাঁতার করতে গেলে শুধু সাঁতার জানলেই হবেনা,লেখাপড়া করা ও সেগুলা জেনে এপ্লাই করতে শিখতে হবে।