ইগো আর আমাদের প্রফেশনাল ক্যারিয়ার 
অনেকেই বলেন ইগো খারাপ জিনিস।ইগো থাকলে বড় হওয়া যায়না।এটাকে আমি অন্যভাবে দেখি।ইগো বলেন আফ জিদ বলেন কিংবা রাগ।এগুলা থাকবেই সবার জীবনে।
এগুলা খারাপ না,আবার ভালোও না।এগুলি ভালো না খারাপ সেটা ডিসাইড করে,এগুলির কারনে আপনার নেয়া সিধান্তগুলি।
আপনার নেয়া সিধান্তগুলি যখন সঠিকভাবে প্রমাণিত হবে, তখন এটা ভালো আর যদি সিধান্ত গুলি ক্লিক না করে,তখন এগুলি খারাপ।
ইগো সকলের মাঝেই আছে কিন্তু সেই ইগোকে কবে,কখন আর কোথায় এবং কিভাবে ব্যাবহার করতে হবে।এই জ্ঞানটা সবার থাকেনা।যাদের থাকে তারাই জীবনে সফল।